Sanjana Ganesan, the rumoured would be wife of Jasprit Bumrah is a popular cricket anchor dgtl
Jasprit Bumrah
ইঞ্জিনিয়ার থেকে সঞ্চালক, বুমরার হবু জীবনসঙ্গিনী হিসেবে এ বার জোরালো এই তরুণীর নাম
কনে কে? আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যশপ্রীত বুমরাকে ঘিরে। ‘ব্যক্তিগত কারণে’ ক্রিকেট থেকে ছুটি নেওয়া ফাস্ট বোলারকে ঘিরে ক্রমেই বাড়ছে রহস্য।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১১:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
কনে কে? আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যশপ্রীত বুমরাকে ঘিরে। ‘ব্যক্তিগত কারণে’ ক্রিকেট থেকে ছুটি নেওয়া ফাস্ট বোলারকে ঘিরে ক্রমেই বাড়ছে রহস্য। শোনা যাচ্ছে, তিনি গোয়ায় বিয়ে করতে চলেছেন।
০২১৫
কিন্তু তাঁর হবু জীবনসঙ্গিনী কে? সেই জল্পনাতেও উঠে আসছে একাধিক নাম। দিন কয়েক আগে ভেসে বেড়াচ্ছিল অনুপমা পরমেশ্বরণের নাম। শোনা যাচ্ছিল, দক্ষিণী এই নায়িকার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বুমরা।
০৩১৫
কিন্তু বুমরার তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য শোনা যায়নি। তাছাড়া অনুপমার পরিবার থেকেও এই দাবি অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, অনুপমা এখন শ্যুটিঙে ব্যস্ত।
০৪১৫
কিন্তু বুমরার বিয়ের গুঞ্জন থামছে না। এ বার তাঁর পাশে শোনা যাচ্ছে সঞ্জনা গণেশনের নাম। এই ক্রিকেট সঞ্চালকের সঙ্গে বুমরার সম্পর্কের গুঞ্জন পুরনো। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বুমরা।
০৫১৫
বুমরা এবং গণেশন, এই দুই পরিবার থেকেই কোনও কিছু জানানো হয়নি। তবে সঞ্জনাও কাজ থেকে ছুটিতে চলে যাওয়ায় ক্রমশ জটিল হচ্ছে রহস্য। অনুরাগীরা নেট মাধ্যমে ইতিমধ্যেই বুমরা এবং সঞ্জনাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
০৬১৫
গুঞ্জন, আগামী ১৪ এবং ১৫ মার্চ নাকি গোয়ায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বুমরা এবং সঞ্জনা। ২৮ বছর বয়সি সঞ্জনা ২০১৪ সালে ‘মিস ইন্ডিয়া পুণে’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু খেতাব জয় করতে পারেননি। এখন তিনি জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক।
০৭১৫
আইপিএল-এর পাশাপাশি সঞ্জনার সঞ্চালনা দেখা গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ এবং প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ-এর বিভিন্ন পর্বেও। এই পেশায় আসার আগে তিনি কিছু দিন মডেলিংও করেছিলেন। অংশ নিয়েছেন বিভিন্ন ফ্যাশন শো-এও।
০৮১৫
সঞ্জনার জন্ম পুণেতে, ১৯৯১ সালের ৬ মে। বিশপস স্কুলের পরে তিনি বি টেক করেন সিম্বায়োসিস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে। সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কিছু দিন কাজ করেছেন তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সংস্থায়।
০৯১৫
২০১৪ সালে সঞ্জনা অংশ নিয়েছিলেন ‘এমটিভি স্প্লিটস্ভিলা ৭’ শো-এ। সে সময় সহ-প্রতিযোগী অশ্বিনী কউলের সঙ্গে সঞ্জনার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।
১০১৫
এই শো চলাকালীন আহত হন সঞ্জনা। এর পর তিনি শো ছেড়ে দেন। তার পর অশ্বিনীও প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসেন।
১১১৫
আইপিএল-এর সময় ‘ম্যাচ পয়েন্ট’ শো সঞ্চালনা করে জনপ্রিয় হন সঞ্জনা। পাশাপাশি, তিনি কেকেআর-এর হয়ে ‘নাইট ক্লাব’ শো-ও সঞ্চালনা করেছিলেন।
১২১৫
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় সঞ্জনার ‘দিল সে ইন্ডিয়া’ শো জনপ্রিয় হয়েছিল। পিচ কিউরেটরদের সঙ্গে তাঁকে মাঝে মাঝেই দেখা যেত পিচেও। বিশ্বকাপের অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে, জানিয়েছেন সঞ্জনা।
১৩১৫
সঞ্চালক সঞ্জনার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি। অবসরে ভালবাসেন হিন্দি ছবি দেখতেও। রণবীর সিংহ, আয়ুষ্মান খুরানা এবং দীপিকা পাড়ুকোন তাঁর প্রিয় বলিউড তারকা।
১৪১৫
স্বাস্থ্য সচেতন সঞ্জনা নিয়মিত শরীরচর্চা করেন। তাঁর অবসরের প্রিয় সঙ্গী পোষ্য কুকুর। পশুপ্রেমী সঞ্জনার আগে বিড়ালও পোষ্য ছিল।
১৫১৫
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সঞ্জনা নিয়মিত তাঁর কাজের জগতের ছবি পোস্ট করেন। অনুপমা পরমেশ্বরণের পরে তাঁর নামই আপাতত জোরালো ভাবে শোনা যাচ্ছে বুমরার হবু জীবনসঙ্গিনী হিসেবে।