Advertisement
০৫ নভেম্বর ২০২৪

এশিয়ান কুস্তির ফাইনালে সাক্ষী, বীনেশ-সহ তিন ভারতীয়

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অলিম্পিকে ভারতের একমাত্র পদকজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক। ফাইনালে অলিম্পিক সোনাজয়ী কুস্তিগীর জাপানের রিসাকো কোওয়াইয়ের মুখোমুখি হবেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মে ২০১৭ ১৫:৪৫
Share: Save:

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অলিম্পিকে ভারতের একমাত্র পদকজয়ী মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক। ফাইনালে অলিম্পিক সোনাজয়ী কুস্তিগীর জাপানের রিসাকো কোওয়াইয়ের মুখোমুখি হবেন তিনি। সাক্ষীর সঙ্গেই নিজেদের ইভেন্টের ফাইনালে উঠেছেন বীনেশ ফোগত এবং দিব্যা কাকরান।

হরিয়ানার ২৪ বছরের এই কুস্তিগীর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের নাবিরা এসেনবায়েভাকে ৬-২ ফলাফলে হারান। সেমি ফাইনালে কাজাখ কুস্তিগীরকে হারান সাক্ষী।

এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো এবং দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী।

আরও পড়ুন: কাল ইডেনে গ্যালারিতে হয়তো শাহরুখও

সাক্ষীর মতোই সহজে ৫৫ কিলোগ্রাম বিভাগে ফাইনালে উঠেছেন বীনেশ। কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে বিপক্ষকে একটি পয়েন্টও না দিয়ে জিতেছেন তিনি।

সাক্ষী-বীনেশের সঙ্গে সোনার লড়াইয়ে রয়েছেন কুস্তিতে ভারতের নতুন মুখ দিব্যা কাকরানও। সেমি ফাইনালে কোরীয় প্রতিদ্বন্দ্বীকে ১২-৪ উড়িয়ে দেন তিনি।

ভারতীয় মহিলা কুস্তির এই সাফল্যের দিনে অবশ্য হেরে গেলেন রীতু ফোগত। ৪৮ কিলোগ্রাম বিভাগে সেমিফাইনালে হারলেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE