ফের ব্যর্থ সাইনা। ফাইল ছবি।
সাইনা নেহওয়ালের খারাপ ছন্দ অব্যাহত। এ বার ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এই শাটলার। শেষ আটে পৌঁছলেন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি ডাবলস জুটি।
আবারও ব্যর্থ হলেন সাইনা। বিশ্বের ১৬ নম্বর ওয়ান ঝি-র কাছে হারলেন তিনি। প্রথম গেমে দুরন্ত জয়ের পরেও ছন্দ ধরে রাখতে পারলেন না সাইনা। এক সময় প্রথম গেমে ১০-২ ব্যবধানে এগিয়ে ছিলেন সাইনা। প্রথম গেম জিতলেও পরের দু’টি গেমে তাঁকে কখনই চেনা ছন্দে দেখা যায়নি। শেষ পর্যন্ত চিনের প্রতিপক্ষের কাছে হারলেন ২১-১২, ৭-২১, ১৩-২১ ব্যবধানে। অন্য দিকে, সিন্ধু জয় ছিনিয়ে নিলেন পিছিয়ে থেকে। প্রথম গেমে সিঙ্গাপুরের ইউ ইয়ান জাসলিন হুই-এর বিরুদ্ধে ৯-১১ ব্যবধানে পিছিয়ে পড়েন। যদিও দুরন্ত ভাবে ম্যাচে ফিরে ২১-১৬, ২১-১৬ পয়েন্টে ম্যাচ জিতলেন তিনি।
Day 3 Smart Badminton Asia Championships 2022: Results Update
— Badminton Asia (@Badminton_Asia) April 28, 2022
Women's Singles R16
Pusarla V. Sindhu vs Yue Yann Jaslyn Hooi : 21-16, 21-16
📸: Jerry Lee & Emman Flavier #Badminton #BadmintonAsia #BAC2022 pic.twitter.com/U16bQBO3iE
পুরুষদের ডাবলসেও সাফল্য পেলেন ভারতীয়রা। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। তাঁরা জাপানের আকিরা কোগা-তাইচি সাইতো জুটিকে ২১-১৭, ২১-১৫ পয়েন্টে হারালেন। উল্লেখ্য, আগেই এই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন লক্ষ্য সেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy