সচিন তেন্ডুলকর। — ফাইল চিত্র।
রমাকান্ত আচরেকরের কাছেই ক্রিকেট শুরু। তাঁর হাত ধরেই তিনি মাস্টার ব্লাস্টার। শুধু তিনি নন একসঙ্গে উঠে এসেছিলেন এই একই কোচের হাত ধরে আরও এক ক্রিকেটার। তিনি বিনোদ কাম্বলি। কিন্তু দারুণ শুরু করেও টিকে থাকতে পারেননি নিজের লাইফ স্টাইলের জন্য। ছিটকে গিয়েছেন ক্রিকেট থেকে। সঙ্গে ব্যাক্তিগত জীবনের নানা জটিলতা। কিন্তু তিনিও ভোলেননি তাঁর ছোটবেলার কোচকে। তিনি রমাকান্ত আচরেকর। গুরুপূর্ণিমার দিন তাঁর দুই সেরা ছাত্র আজ তাকে মনে করলেন নিজেদের মতো করেই।
আরও খবর: ভারতীয় কোচের পদে কে, ইন্টারভিউ দেবেন ছ’জন
সচিন তেন্ডুলকর আচরেকররের সঙ্গে তাঁর একদম কম বয়সের একটি ছবি পোস্ট করে লেখেন ‘‘শুভ গুরুপূর্ণিমা আচরেকর স্যার ও অন্যান্য কোচদের। যারা আমাকে পুরো কেরিয়ারে খুব সাহায্য করেছে। যার কোনও মূল্য হয় না।’’ ১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয়েছিল সচিনের। তখন তাঁর বয়স ১৬। তাঁর পিছনে ছিলেন স্বয়ং আচরেকর। তেন্ডুরলকর সবসময় তাঁর জীবনের সব সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন আচরেকরকে। ১৯৯০ এ দ্রোনাচার্জ পুরস্কার পেয়েছিলেন তিনি ২০১০এ পদ্ম শ্রী। ! (_) সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।
সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।
#HappyGuruPurnima to Achrekar sir and other coaches who have helped me through out my career. Your contributions have been priceless! pic.twitter.com/y0M0ojKyr2
— Sachin Tendulkar (@sachin_rt) July 9, 2017
সচিন তেন্ডুলকর আচরেকররের সঙ্গে তাঁর একদম কম বয়সের একটি ছবি পোস্ট করে লেখেন ‘‘শুভ গুরুপূর্ণিমা আচরেকর স্যার ও অন্যান্য কোচদের। যারা আমাকে পুরো কেরিয়ারে খুব সাহায্য করেছে। যার কোনও মূল্য হয় না।’’ ১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয়েছিল সচিনের। তখন তাঁর বয়স ১৬। তাঁর পিছনে ছিলেন স্বয়ং আচরেকর। তেন্ডুরলকর সবসময় তাঁর জীবনের সব সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন আচরেকরকে। ১৯৯০ এ দ্রোনাচার্জ পুরস্কার পেয়েছিলেন তিনি ২০১০এ পদ্ম শ্রী। ! (_) সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।
সচিন তেন্ডুলকর আচরেকররের সঙ্গে তাঁর একদম কম বয়সের একটি ছবি পোস্ট করে লেখেন ‘‘শুভ গুরুপূর্ণিমা আচরেকর স্যার ও অন্যান্য কোচদের। যারা আমাকে পুরো কেরিয়ারে খুব সাহায্য করেছে। যার কোনও মূল্য হয় না।’’ ১৬ বছর বয়সে দেশের হয়ে অভিষেক হয়েছিল সচিনের। তখন তাঁর বয়স ১৬। তাঁর পিছনে ছিলেন স্বয়ং আচরেকর। তেন্ডুরলকর সবসময় তাঁর জীবনের সব সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন আচরেকরকে। ১৯৯০ এ দ্রোনাচার্জ পুরস্কার পেয়েছিলেন তিনি ২০১০এ পদ্ম শ্রী। ! (_) সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।
সচিনের সঙ্গে টুইট করেন বিনোদ কাম্বলিও। কাম্বলি আচরেকরের সঙ্গে সেলফি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘‘গুরু আচরেকরের কাছ থেকে আশীর্বাদ নিলাম।’’ হরভজন সিংহও এদিন টুইট করেন। তবে তিনি তাঁর ক্রিকেট কোচের উদ্দেশে করেননি। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যাঁদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শেখেন। সেটা পরিবার হতে পারে বা বন্ধু বা অন্য য়ে কোনও মানুষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy