সচিন তেন্ডুলকর মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে আবেগ। অজস্র স্মৃতি। আর ভাল লাগা। কিন্তু ‘মাস্টার ব্লাস্টার’ হয়ে ওঠার রাস্তায় কঠিন পরিশ্রম ও তা উপভোগ করাই ছিল আসল, জানালেন মুম্বইকর।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো পোস্ট করেছেন সচিন। তাতে দেখা যাচ্ছে জলে ভেজা পিচে নেট করছেন সচিন। ছুড়ে দেওয়া বল পিচে পড়ে ছিটকে দিচ্ছে জল। কোনও কোনওটা বিপজ্জনক ভাবে লাফাচ্ছে। কিন্তু তিনি নির্বিকার। সেই অবস্থাতেই ব্যাট করে চলেছেন নেটে।
সচিনের এই পুরনো ভিডিয়ো অবধারিত ভাবেই তুলে ধরছে তাঁর সাধনাকে। তিনি নিজেও লিখেছেন, “ক্রিকেটের প্রতি ভালবাসা ও প্যাশন সবসময়ই অনুশীলনের নতুন নতুন পন্থা খুঁজে বের করতে সাহায্য করেছে। আর সবচেয়ে বড় দিক হল, যা করছি তাকে উপভোগ করতে সাহায্য করেছে।” জলভর্তি পিচে সচিনের ব্যাকফুটে খেলা দেখে মনেও হচ্ছে এই চ্যালেঞ্জ তিনি উপভোগই করছেন। বোলারের ছুড়ে দেওয়া বাউন্সার আত্মবিশ্বাসের সঙ্গে ডাক করছেন তিনি। যা দেখে আবার হাসির শব্দ ভেসে আসছে ভিডিয়োতে।
আরও পড়ুন: ওরা একটা সুযোগ তৈরি করলে আমরা দুটো করব, ফয়সালার ম্যাচের আগে বলছেন রঞ্জন
আরও পড়ুন: থামছে না দ্রাবিড় নিয়ে জলঘোলা
Love and passion for the game always helps you find new ways to practice, and above all to enjoy what you do.#FlashbackFriday pic.twitter.com/7UHH13fe0Q
— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2019
সচিনপ্রেমীরা এই ভিডিয়ো দেখে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিককে ব্যাট করতে দেখে কেউ কেউ টুইট করে লিখেছেন ‘ক্রিকেট গড’। এই ভিডিয়ো যে ভাল লেগেছে সেটাও জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য জানিয়েছেন ধন্যবাদ।