সচিনের মুকুটে নতুন পালক। ছবি: রয়টার্স
আইসিসি-র হল অব ফেমে ষষ্ঠ ভারতীয় হিসেবে যুক্ত হল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নাম। সচিনের সঙ্গে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার ক্যাথরিন ফিজপ্যাট্রিকও। আইসিসি-র হল অব ফেমে অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে নাম নথিভুক্ত করা যায় না। তাই ২০১৩ সালে অবসর নেওয়া সচিনের পাঁচ বছর পেরোতে তাঁকে এই সম্মান দেওয়া হল।
সচিনের আগে ভারতীয়দের মধ্যে বিষেণ সিংহ বেদী (২০০৯), সুনীল গাওস্কর (২০০৯), কপিল দেব (২০০৯), অনিল কুম্বলে (২০১৫) ও রাহুল দ্রাবিড় (২০১৮) এই সম্মান পেয়েছিলেন। অবসরের এত বছর পরেও টেস্ট এবং ওয়ানডেতে ৪৬ বছরের সচিনই সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে। তিনিই একমাত্র ব্যাটসম্যান যার ঝুলিতে রয়েছে ১০০টি আন্তর্জাতিক শতরান টেস্ট ও ওয়ানডে মিলিয়ে। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি করেছেন ৩৪,৩৫৭ রান।
Highest run-scorer in the history of Test cricket ✅
— ICC (@ICC) July 18, 2019
Highest run-scorer in the history of ODI cricket ✅
Scorer of 100 international centuries 💯
The term 'legend' doesn't do him justice. @sachin_rt is the latest inductee into the ICC Hall Of Fame.#ICCHallOfFame pic.twitter.com/AlXXlTP0g7
দক্ষিণ আফ্রিকান বোলার অ্যালান ডোনাল্ড সংগ্রহ করেছেন ৩৩০টি টেস্ট ও ২৭২টি এক দিনের উইকেট। তিনি খেলা ছেড়েছিলেন ২০০৩ সালে। মহিলা ক্রিকেটার ফিজপাট্রিক হচ্ছেন মেয়েদের উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বর। তাঁর সংগ্রহ ১৮০টি একদিনের উইকেট ও ৬০টি টেস্ট উইকেট। পরবর্তীকালে অস্ট্রেলিয়ার মহিলা দলের কোচ হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের রেকর্ডও রয়েছে তাঁর দখলে।
আরও পড়ুন: ধোনিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, বললেন গম্ভীর
আরও পড়ুন: ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ, জিম্বাবোয়েকে নির্বাসিত করল আইসিসি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy