Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ম্যাচ হেরে তোপ কন্তের

চেলসির কোচ আন্তোনিও কন্তের জন্যও ইতালিতে ফেরাটা আতঙ্কের রাত হয়ে থাকল। পঞ্চান্ন হাজার দর্শকের সামনে রীতিমতো বিধ্বস্ত, হতাশ দেখাল তাঁকে।

ধাক্কা: রোমার বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ আন্তোনিও কন্তে। ছবি: গেটি ইমেজেস।

ধাক্কা: রোমার বিরুদ্ধে হেরে ক্ষুব্ধ আন্তোনিও কন্তে। ছবি: গেটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০৪:৩৮
Share: Save:

রোমা ৩ : চেলসি ০

স্তেফান এসারভ জোড়া গোলে চেলসিকে ৩-০ উড়িয়ে দিল রোমা। নিজেদের ঘরের মাঠে ইতালির ক্লাব দাঁড়াতেই দিল না গত বারের ইপিএল চ্যাম্পিয়নদের। প্রথম লেগে ৩-৩ হওয়ার পরে বিরাট ব্যবধানে জিতে রোমা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘সি’ শীর্ষে চলে গেল।

চেলসির কোচ আন্তোনিও কন্তের জন্যও ইতালিতে ফেরাটা আতঙ্কের রাত হয়ে থাকল। পঞ্চান্ন হাজার দর্শকের সামনে রীতিমতো বিধ্বস্ত, হতাশ দেখাল তাঁকে। ম্যাচের পরে তাঁর ক্ষোভ গোপন করতে পারেননি চেলসি কোচ। নিজের দলের মধ্যে জেতার খিদের অভাব দেখে ক্ষিপ্ত তিনি। বললেন, ‘‘রোমা প্রমাণ করেছে, ওদের মধ্যে জয়ের খিদেটা অনেক বেশি ছিল। অনেক বেশি ইচ্ছাশক্তি ছিল। বেশি লড়াই করার বারুদ ছিল। আমাদের কোনও কিছুই ছিল না।’’ এখানেই না থেমে কন্তে বলে চলেন, ‘‘যদি কেউ ভেবে থাকে আমাদের নাম চেলসি, তাই প্রতিপক্ষরা সবাই ভয় পেয়ে যাবে তাহলে ভুল ভাবছে।’’ কন্তের আরও ক্ষিপ্ত হওয়ার কারণ নিশ্চয়ই নিজের দেশে এ ভাবে বিপর্যস্ত হওয়া। ইতালি ও জুভেন্তাসের প্রাক্তন কোচ চেলসিতে এসে প্রথম মরসুমেই ইপিএল জিতেছেন। কিন্তু এ বারে একেবারেই ফর্মে নেই তাঁর চেলসি দল। ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগেও তাদের খেলায় সেই ঝলক নেই।

নায়ক: ঘরের মাঠে চেলসির বিরুদ্ধে জোড়া গোল করে উল্লসিত রোমা স্ট্রাইকার এসারভ। ছবি: গেটি ইমেজেস।

এসারভ প্রথম গোলটি করেন ৩৮ সেকেন্ডে। ৩৫ মিনিটের মধ্যে ২-০ করে ফেলেন তিনি। আর্জেন্তিনীয় দিয়েগো পেরোত্তি তৃতীয় গোলটি করেন। সবচেয়ে বেশি করে যেটা কন্তে এবং চেলসিকে চিন্তায় রাখবে, তা হচ্ছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যখন দৌড়চ্ছে তখন তাঁরা ধাক্কা খাচ্ছেন। ইপিএলে এ বার ম্যান ইউ ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে চেলসির থেকে। চ্যাম্পিয়ন্স লিগেও মোরিনহোর দলের তুলনায় অনেক ম্রিয়মাণ দেখাচ্ছে কন্তের ব্রিগেডকে। ‘‘আমি সবচেয়ে হতাশ দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স দেখে। না হলে প্রথমার্ধটা আমরা খারাপ খেলিনি,’’ বলছেন কন্তে। তার পরেই যোগ করছেন, ‘‘খুব, খুব খারাপ খেলেছি আমরা। অত্যন্ত হতাশ হয়েছি আমি।’’ তবে এমন হতাশার মধ্যেও কিছুটা আশার আলো রয়েছে চেলসির জন্য। গত কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ খেলতে থাকা আতলেতিকো দে মাদ্রিদ এ বারে সমস্যায় রয়েছে। মঙ্গলবারও তারা ১-১ ড্র করে কারাবাগের সঙ্গে। যার ফলে নক-আউট পর্বে যাওয়ার ব্যাপারে কন্তের দলের আশা এখনও বেঁচে রয়েছে। আজেরবাইজানে আগামী ২২ নভেম্বরের ম্যাচ জিতলে নক-আউট পর্বে যেতে পারবে চেলসি। হেরে গেলেও আতলেতিকো দে মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে গত বারের ইপিএল চ্যাম্পিয়নরা। আর যাদের নিয়ে সবচেয়ে কম হইচই হয়েছিল, সেই রোমাই এখন গ্রুপের শীর্ষে রয়েছে। তারা চেলসির চেয়ে এক পয়েন্টে এবং আতলেতিকো দে মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE