Rohit Sharma, Mayank Agarwal break lots of records with 1st wicket stand dgtl
India
রোহিত-ময়াঙ্কের ব্যাটে বিশাখাপত্তনমে ভাঙল যে সব রেকর্ড
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ওপেনিং জুটিতে ৩১৭ রান যোগ করেছেন রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়াল। বিশাখাপত্তনমে এই জুটিতে একাধিক রেকর্ড ভাঙলেন দু’জনে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ১৪:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ওপেনিং জুটিতে ৩১৭ রান যোগ করেছেন রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়াল। বিশাখাপত্তনমে এই জুটিতে একাধিক রেকর্ড ভাঙলেন দু’জনে। কী সে সব রেকর্ড? দেখে নেওয়া যাক।
০২১১
টেস্টে এই প্রথমবার দু’জনে একসঙ্গে ওপেন করলেন। রোহিত আবার মিডল অর্ডার থেকে উঠে এসেছেন। টেস্টে ওপেনার হিসেবে এটাই তাঁর প্রথম ইনিংস। টেস্ট শুরুর আগে প্রচুর জল্পনা চলছিল ওপেনিংয়ে রোহিত সাফল্য পাবেন কি না, তা নিয়ে।
০৩১১
ঘরের মাঠে এটাই ছিল ময়াঙ্ক আগরওয়ালের প্রথম টেস্ট ইনিংস। আর শুরুতেই সফল তিনি। অস্ট্রেলিয়ায় টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। তারপর ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন দুই টেস্ট। এতদিন টেস্টে তাঁর সর্বাধিক রান ছিল ৭৭।
০৪১১
বুধবার টেস্টের প্রথম দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বিনা উইকেটে ২০২ তুলে ফেলেছিল ভারত। রোহিত খেলছিলেন ১১৫ রানে। ময়াঙ্ক অপরাজিত ছিলেন ৮৪ রানে। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে সেই মেজাজেই শুরু করলেন দু’জনে।
০৫১১
টেস্টে মুম্বইকরের সর্বাধিক হল ১৭৭। যার থেকে এক রান আগে এ দিন থামলেন তিনি। বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের বলে স্টাম্পড হন রোহিত। তাঁর ২৪৪ বলের ইনিংসে রয়েছে ২৩ চার ও ছয়টি ছয়। তাঁর দ্বিশতরান নিশ্চিতই দেখাচ্ছিল। কিন্তু তা হয়নি। টেস্টে এটা তাঁর চতুর্থ শতরান।
০৬১১
মুম্বইকর যখন ফিরলেন, তখন ময়াঙ্ক ব্যাট করছিলেন ১৩৭ রানে। টেস্টে তাঁর প্রথম শতরান আসে ২০৪ বলে, ১৩টি চার ও দুটো ছয়ের সাহায্যে। তাঁর দেড়শো আসে ২৯৪ বলে। শেষ পর্যন্ত ২১৫ করে আউট হন তিনি।
০৭১১
টেস্টে প্রথম উইকটে এটা ভারতের হয়ে তৃতীয় তিনশো প্লাস রান। সার্বিক ভাবে, সর্বকালীন সেরা ওপেনিং জুটির তালিকায় এটা ১২ নম্বরে থাকছে।
০৮১১
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের হয়ে প্রথম উইকেটে এটা আবার সর্বাধিক রান। ২০০৪-০৫ মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বীরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীর ওপেনিংয়ে ২১৮ রান যোগ করেছিলেন।
০৯১১
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের টেস্ট সিরিজে এটা আবার প্রথম উইকেটে সর্বাধিক রান। ১৯৯৬ সালে ইডেনে গ্যারি কার্স্টেন ও অ্যান্ড্রু হাডসন ২৩৬ রান যোগ করেছিলেন ওপেনিংয়ে।
১০১১
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে যে কোনও উইকেটে এটাই সর্বাধিক রান। ২০০৭-০৮ মরসুমে চেন্নাইয়ে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগ ২৬৮ রান যোগ করেছিলেন। সেটাই টপকে গেলেন রোহিত-ময়াঙ্ক।
১১১১
ভিনু মাঁকড় ও পঙ্কজ রায় চেন্নাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪১৩ রান করেছিলেন ওপেনিংয়ে। লাহৌরে পাকিস্তানের বিরুদ্ধে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগ ৪১০ রান করেছিলেন ওপেনিংয়ে। এই তালিকায় তিন নম্বরে থাকলেন ময়াঙ্ক-রোহিত জুটি।