অপ্রতিরোধ্য: মায়ামি ওপেনেও বিধ্বংসী ফেডেরার। ইউএসএ টুডে
জিতেও টিনএজার প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়ে দিলেন রজার ফেডেরার।
১৯ বছর বয়সি মার্কিন টেনিস খেলোয়াড় ফ্রান্সেস টিয়াফো শনিবার মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে প্রথম সেটে ফেডেরারকে টাই ব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যান। প্রথম সেটে তুমুল লড়াই করে হারার পর দ্বিতীয় সেটে ৩-৬ হেরে যান তিনি। ম্যাচের পর ফেডেরার বলেন, ‘‘একজন তরুণ টেনিস খেলোয়াড়ের যা যা গুণ থাকা দরকার, সবই এই ছেলেটার মধ্যে আছে। একটা টুর্নামেন্টের সেন্টার কোর্টে গ্যালারির দর্শকদের চিৎকার সামলে, এত চাপ সামলে ব্রেকপয়েন্ট বাঁচানো, ব্রেক পয়েন্টে আসা, ভাল সার্ভ করা, বিপক্ষকে খেলানো, এগুলোই তো দেখতে চাই এক জন উঠতি খেলোয়াড়ের কাছ থেকে।’’
টিয়াফো আপাতত বিশ্বের ১০১ নম্বর। সিয়েরা লিওনজাত এই খেলোয়াড়কে নিয়ে আপাতত মার্কিন টেনিস মহলে জোর চর্চা চলছে। চর্চা চলছে ফেডেরারের পরের রাউন্ডের প্রতিপক্ষ নিয়েও। তিনি খুয়ান মার্টিন দেল পোত্রো। আর্জেন্তিনীয় প্রাক্তন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রবিন হাসকে ৬-২, ৬-৪ হারিয়ে সুইস কিংবদন্তির মুখোমুখি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy