লেভার কাপের পর আর খেলবেন না ফেডেরার। ছবি: টুইটার।
লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না রজার ফেডেরারকে। গত বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। কেমন ছিল তাঁর অবসর ঘোষণার সেই মুহূর্ত? ফেডেরার জানিয়েছেন, দুর্দান্ত!
টেনিস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার মুহূর্ত কী ভাবে দুর্দান্ত হতে পারে ফেডেরারের কাছে? যিনি গত তিন দশক টেনিস ছাড়া কিছু ভাবেননি। অন্য কিছুকে প্রাধান্য দেননি। যিনি বলছেন, প্রতিযোগিতামূলক টেনিস থেকে অবসর নিলেও কোর্টে দেখা যাবে তাঁকে। কোনও জল্পনা নেই। অসংখ্য ভক্তের প্রশ্নের জবাবে ফেডেরার নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন সেই মুহূর্তের অনুভূতির কথা।
নেটমাধ্যমে ফেডেরার লিখেছেন, ‘খবরটা দেওয়ার সময় আমার পাশে মা, বাবা এবং মিরকা ছিল। কে ভেবেছিল এই যাত্রা এত দীর্ঘ হবে। অবিশ্বাস্য!’ সেই পোস্টে মা লিনেট, বাবা রবার্ট এবং স্ত্রী মিরকার সঙ্গে ছবিও দিয়েছেন।
It was beautiful to release the news surrounded by my Mum and Dad and Mirka. Who would have thought that the journey would last this long. Just incredible! pic.twitter.com/0rRAMRSaRu
— Roger Federer (@rogerfederer) September 16, 2022
ফেডেরার অবসর নেওয়ায় টেনিসপ্রেমীদের মনখারাপ। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের মতো প্রতিপক্ষও হতাশা গোপন করেননি। অথচ ফেডেরার নিজে বলছেন, অবসর ঘোষণার মুহূর্ত ছিল দুর্দান্ত। ফেডেরার মানেই আসলে চমক। যে হাতে টেনিস বিশ্বকে শাসন করেছেন ২৪ বছর ধরে, সেই হাতেই লিখেছেন অবসরপত্র। টানা ২৩৭ সপ্তাহ এটিপি ক্রমতালিকার এক নম্বরে ফেডেরার হাঁটুর চোটের জন্য গত বছর উইম্বলডনের পর থেকে খেলতে পারেননি। সে জন্য এটিপি ক্রমতালিকারই বাইরে চলে গিয়েছেন! অথচ তিনিই ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি ৩৬ বছর বয়সে বিশ্বের প্রবীণতম খেলোয়াড় হিসাবে এটিপি ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছিলেন। ২৪ বছরের টেনিস-জীবনে কখনও চোটের জন্য মাঝ পথে ম্যাচ ছেড়ে দিতে হয়নি তাঁকে। তবু হাঁটুর চোট তাঁকে সরিয়ে দিল কোর্ট থেকেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy