শতরান করে টেস্ট জমিয়ে দিলেন অ্যালিস্টার কুক। ছবি: রয়টার্স।
ইংল্যান্ড ৫৩৭ এবং ২৬০/৩
ভারত ৪৮৮ এবং ১৭২/৬
নিজেদের না হারাটা নিশ্চিত করে ফেলতেই পারতেন আর একটু রান বাড়িয়ে নিয়ে। কিন্তু ৩ উইকেটে ২৬০ রানেই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিলেন ইংল্যান্ড অধিনায়ক। শেষ দিনের বাকি ৪৯ ওভারের ৩১০ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিলেন কোহালি বাহিনীকে। ক্যাপ্টেন কুক ১৩০ রান করে আউট হন। জীবনের দ্বিতীয় ইনিংসে হামিদ করেন ৮২ রান। স্টোকস ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
• ছয় উইকেটে ১৭২ রানে শেষ হল ভারতের ইনিংস।
• ৫০ ওভারে ভারত ১৫৬/৬। (মেডেন ওভার)
• ৪৯ ওভারে ভারত ১৫৬/৬।
• ৪৬তম ওভার মেডেন।
• প্যাভেলিয়নে ফিরলেন ঋদ্ধিমান সাহা। করলেন নয় রান।
• ৪১ ওভারে ভারত ১২৩/৫।
• ৩৯ ওভার শেষে ভারত ১১৮/৫।
• অশ্বিন আউট। ৩২ রান করে ফিরলেন তিনি।
• ১০০ রানের গণ্ডি পেড়ল ভারত।
• হাতে রয়েছে ১৫ ওভার ও ছয় উইকেট। করতে হবে আরও ২১৫ রান।
• ৩৪ ওভারে ভারত ৯৫/৪।
• ৩১তম ওভার মেডেন।
• ৩০ ওভারে ভারত ৮৯/৪।
• ২৯ ওভারে ভারত ৮৫/৪।
• ২৮ তম ওভার মেডেন।
• ২৭ ওভারে ভারত ৮২/৪।
• রশিদকে অশ্বিনের বাউন্ডারি।
• কোহালির সঙ্গে ব্যাট করতে এসেছেন অশ্বিন।
• ২৬ তম ওভার মেডেন। কোনও রান এল না ভারতের ঘরে।
• এই ওভার থেকে এল ছয় রান।
• ২৫ ওভারে ভারত ৭৭/৪।
• ২৪ ওভারে ভারত ৭১/৪।
• এসেই আউট রাহানে।আলির বলে বোল্ড রাহানে। করলেন মাত্র ১ রান।
• ব্যাট করতে এলেন অজিঙ্ক রাহানে।
• ২৩ ওভারে ভারত ৭০/৩।
• প্যাভেলিয়নে ফিরলেন মুরলী বিজয়। রশিদের বলে হামেদকে ক্যাচ দিয়ে ৩১ রানে আউট বিজয়।
• ২২ ওভারের শেষে ভারতের রান ৬৭/২।
• ৩০ রানে মুরলী বিজয় ও ১৬ রানে ব্যাট করছেন বিরাট কোহালি।
• ২১ ওভারের শেষে ভারত ৬৪/২।
• ২১তম ওভারে এল নয় রান।
• ২০ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ৫৫। মুরলী বিজয় ২৯ এবং কোহালি ৮ রানে ব্যাট করছেন।
• মুরলী বিজয় ২৯ রানে এবং কোহালি ২ রানে ব্যাট করছেন।
• ১৮ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ৪৯।
• ব্যাট করতে নেমেছেন বিরাট কোহালি।
• ১৬.৪ ওভারে ভারতের রান ২ উইকেটে ৪৭।
• রশিদের বলে ১৮ রান করে এলবিডব্লিউ পূজারা।
• ব্যাট করছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা। বিজয় ব্যাট করছেন ২১ রানে। পূজারার সংগ্রহ ১০।
• ১০ ওভারের শেষে ভারতের রান ১ উইকেটে ৩১।
• গোড়াতেই শূন্য রানে ফিরে যান গৌতম গম্ভীর।আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy