শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজ খেলে সদ্য দল নিয়ে দেশে ফিরেছেন রাহুল দ্রাবিড়। এর মধ্যেই নতুন কাজে লেগে পড়লেন তিনি। ক্রিকেট ছেড়ে আচমকাই দ্রাবিড় হয়ে গেলেন কন্নড় শিক্ষক!
ইংল্যান্ডের বিরুদ্ধে সে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারত। এদিকে, ভারতে ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস নেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটের সেরা অভিব্যক্তি (এক্সপ্রেশন) খুঁজতে। আর সেই কাজ করতে গিয়েই তিনি পৌঁছে গিয়েছেন দ্রাবিড়ের কাছে।
সোমবার এলিস টুইট করেছেন, ‘আজ আমরা ভারতের দক্ষিণে বেঙ্গালুরুতে এসে পৌঁছে গিয়েছি। কোচ রাহুল দ্রাবিড়ের থেকে ভাল শিক্ষক আর কে হতে পারে, ও আজ আমাকে কন্নড় শিখিয়েছে’। টুইটের সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেছেন এলিস।
Cricket expressions in Indian languages part 2.
— Alex Ellis (@AlexWEllis) August 7, 2021
Today, we’re down south in Bengaluru.
What better teacher than ‘The Coach’ #RahulDravid, who taught taught me this in #Kannada ಕನ್ನಡ 👇 pic.twitter.com/tDCtHOcIwa
উল্লেখ্য, শ্রীলঙ্কায় অনায়াসে একদিনের সিরিজ জিতলেও টি২০ সিরিজে হেরে যায় ভারতীয় দল। দলের একাধিক ক্রিকেটার কোভিডে আক্রান্ত হয়ে পড়ায় শেষ দুটি ম্যাচে কার্যত তৃতীয় সারির দল নামাতে হয়েছিল ভারতকে।