নাদালের সঙ্গে রাজা ষষ্ঠ ফিলিপ। ছবি: টুইটার
ফরাসি ওপেন ফাইনালে দর্শক আসনে হাজির ছিলেন রবার্ট লেয়নডস্কি। পোল্যান্ডের ফুটবল অধিনায়ক সমর্থন করছিলেন নিজের দেশের টেনিস খেলোয়াড় ইগা শিয়নটেককে।
ফরাসি ওপেন ফাইনালে ফিলিপ শতিয়ের গ্যালারিতে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। তিনি সমর্থন করছিলেন তাঁর নিজের দেশের টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালকে।
শিয়নটেক এখন পোল্যান্ডের সেরা টেনিস খেলোয়াড়। তাঁকে সমর্থন করতে এসেছিলেন তাঁর দেশের জনপ্রিয়তম ক্রীড়াবিদ। নাদাল সুরকির কোর্টের রাজা। তাঁর জন্য গলা ফাটাতে এসেছিলেন স্বয়ং দেশের রাজা!
স্পেন এবং ফ্রান্সের মধ্যে রয়েছে ৬৫৬.৩ কিলোমিটার সীমান্ত। দীর্ঘ ২৪ বছর দু’টি দেশ যুদ্ধ করার পর ১৬৫৯ সালে নির্ধারিত হয় সীমান্ত। দ্বিপাক্ষিক সম্পর্ক এখন শান্তিপূর্ণ হলেও উভয় জাতির কাছে দু’যুগের যুদ্ধের স্মৃতি এখনও টাটকা। তাই ফ্রান্সের মাটিতে স্পেনের সাফল্য বা স্পেনের মাটিতে ফ্রান্সের সাফল্য এখনও দু’দেশের প্রাচীন পন্থী নাগরিকদের কাছে বিশেষ।
ফরাসি ওপেনে নাদালের রাজত্ব স্পেনের রাজ পরিবারের কাছেও বিশেষ অর্থবহ। সাড়ে তিন শতক আগের যুদ্ধের এক পক্ষ তো আসলে ছিল এই রাজ পরিবারই। রাজা তাই প্যারিসে চলে আসেন নাদাল ফাইনালে উঠলেই। প্রতি বার দেশে ফেরেন একরাশ খুশি আর বুক ভরা গর্ব নিয়ে। ফাইনালের পর সোজা লকার রুমে নাদালের কাছে চলে যান ৫৪ বছরের রাজা। অভিনন্দন জানান ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে।
ফরাসি ওপেনে ১১৫টি ম্যাচ খেলে ১১২টিতেই জয়ী নাদাল। স্পেনের রাজা বলেছেন, ‘‘নিঃসন্দেহে স্পেনের ইতিহাসে সর্বকালের সেরা ক্রী়ড়াবিদ নাদাল। এমন জয়ের পর ওকে অভিনন্দন না জানিয়ে কী করে থাকি! ম্যাচের পরেই ওকে অভিনন্দন জানাতে যাই। স্পেনের মানুষ বহু বছর ধরে ওকে সম্মান করবে। নাদাল ফরাসি ওপেনের রাজা। টেনিস বিশ্বের রাজা। ও এমন একটা কীর্তি স্থাপন করেছে, যা ছাপিয়ে যাওয়া ভীষণ কঠিন।’’
আট বছর ধরে স্পেনের রাজ সিংহাসনে অধিষ্ঠিত ষষ্ঠ ফিলিপ। ফ্রান্সে নাদালের সাম্রাজ্যের বয়স ১৮। রাজা নিজের চোখে দেখে গেলেন অন্য রাজার দাপট। বুঝে গেলেন তাঁর সীমান্ত যেখানে শেষ, নাদালের সীমান্ত সেখানেই শুরু!
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy