Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Classical Chess

Chess: দিব্যেন্দুর অ্যাকাডেমিতে ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রলয় সাহু

কোভিডের কারণে দু’বছর বাংলায় দাবা প্রতিযোগিতা বন্ধ ছিল। কোভিডের পরে প্রথম ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতা হল রাজ্যে।

প্রলয়ের (মাঝে) হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দিব্যেন্দু (বাঁ দিকে) ও দীপ (ডান দিকে)।

প্রলয়ের (মাঝে) হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দিব্যেন্দু (বাঁ দিকে) ও দীপ (ডান দিকে)। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২২:২৮
Share: Save:

গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতে আয়োজিত ক্লাসিক্যাল ওপেন ফাইড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রলয় সাহু। ৯ রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চ্যাম্পিয়ন হন প্রলয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কমনওয়েলথে দাবা চ্যাম্পিয়ন বাঙালি গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্ত। উপস্থিত ছিলেন দিব্যেন্দুও।

বুধবার শেষ রাউন্ডের খেলায় প্রলয়ের মুখোমুখি হয়েছিলেন শৌনক মজুমদার। কালো ঘুটি নিয়ে খেললেও শুরুতে শৌনকের ই৪ ওপেনিংয়ের পাল্টা সিসিলিয়ান ডিফেন্সে যান প্রলয়। মাঝপথে খেলার রাশ নিজের হাতে নেন তিনি। খেলায় ফিরে আসার অনেক চেষ্টা করেন শৌনক। কিন্তু দিব্যেন্দুর অ্যাকাডেমির এই ছাত্র শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন। ৮ পয়েন্ট নিয়ে প্রথম হন তিনি।

প্রতিযোগিতায় ৭.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অর্পণ দাস। একই পয়েন্টে শেষ করলেও টাইব্রেকারে হেরে তৃতীয় শুভায়ন কুণ্ডু। প্রথম দশের বাকিরা হলেন যথাক্রমে কৌস্তুভ কুণ্ডু, আকাশ তিওয়ারি, ঋতব্রত চক্রবর্তী, শৌনক মজুমদার, রূপঙ্কর নাথ, কৌস্তভ চক্রবর্তী ও শুভম রায়।

প্রতিযোগিতা শেষে দিব্যেন্দু আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘দু’বছর পরে বাংলায় ফের ক্লাসিক্যাল ওপেন ফাইড দাবা প্রতিযোগিতা হল। প্রতিযোগিতা সফল হয়েছে। দাবাড়ুদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো। আশা করি আগামী দিনে এরা জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করবে।’’

অন্য বিষয়গুলি:

Classical Chess dibyendu barua bengal chess
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE