সদ্য টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এ বার, সামনে অন্য লড়াই। তিন ম্যাচের একদিনের সিরিজ এত একপেশে হবে বলে মনে করছে না ক্রিকেটমহল। যদিও ৫-০ জয়ের আত্মবিশ্বাস বুধবার হ্যামিল্টনে সঙ্গী হবে টিম ইন্ডিয়ার। মানসিক ভাবে তাই অনেক এগিয়েই একদিনের সিরিজ শুরু করবে বিরাট কোহালির দল। কেমন হতে পারে ভারতের প্রথম এগারো, দেখে নেওয়া যাক।