আগামিকাল থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। স্যর ভিভের দেশে গিয়ে ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজে উড়িয়ে দেওয়ার পরে ঘরের মাঠেও কি প্রোটিয়াদের বিরুদ্ধে দাপট দেখাতে পারবে বিরাট কোহালির ভারত? কাগিসো রাবাডা ফুঁসছেন ভারতীয়দের পরীক্ষা নেওয়ার জন্য। বিশাখাপত্তনম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে চলেছে? দেখে নিন তা।
ময়াঙ্ক আগরওয়াল- ওয়েস্ট ইন্ডিজে ওপেন করতে নেমে ধারাবাহিকতা দেখাতে পারেননি ময়াঙ্ক। ভারতের উঠতি ওপেনার অবশ্য এ বার ঘরের মাঠ পাচ্ছেন নিজেকে প্রমাণ করার জন্য। ঘরোয়া ক্রিকেটে ময়াঙ্ক এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০-এর উপর রান করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যারিবিয়ান সফরে সে ভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও, ঘরের মাঠে ময়াঙ্ক নিজের নামের প্রতি সুবিচারই করবেন।