দলে জোড়া পরিবর্তন? রাজস্থানের বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য একাদশ
রাসেল-রাণা ঝড়ে দিন দু’য়েক আগে উড়ে গিয়েছে দিল্লি। বিশাল ব্যবধানে জিতে বুধবার রাজস্থানের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে অজিঙ্ক রাহানেদের মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স। রাসেলরা ফর্মে থাকলেও দু’এক জনের ফর্ম নিয়ে চিন্তা থাকছে নাইট শিবিরে। তাই আজ দলে হতে পারে পরিবর্তন। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৫:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
রাসেল-রাণা ঝড়ে দিন দু’য়েক আগে উড়ে গিয়েছে দিল্লি। বিশাল ব্যবধানে জিতে বুধবার রাজস্থানের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে অজিঙ্ক রাহানেদের মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স। রাসেলরা ফর্মে থাকলেও দু’এক জনের ফর্ম নিয়ে চিন্তা থাকছে নাইট শিবিরে। তাই আজ দলে হতে পারে পরিবর্তন। এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ।
০২১২
ক্রিস লিন: দিল্লির বিরুদ্ধে প্রচুর ডট বল খেললেও শুরুটা ভাল করেছিলেন অস্ট্রেলিয়ার এই ডানহাতি। ছবি: এএফপি।
০৩১২
সুনীল নারিন: ব্যাট হাতে নারিন ম্যাজিক না চললেও বল হাতে ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। ছবি: এএফপি।
০৪১২
রবিন উথাপ্পা: রাসেল-রাণাদের আগে গত ম্যাচে দিল্লি বোলিংকে পাল্টা দেওয়ার কাজটা শুরু করেছিল রবিনের ব্যাটই। ছবি: পিটিআই।
০৫১২
নীতীশ রাণা: যে দু’টি ম্যাচে এখনও পর্যন্ত নাইটরা জিতেছে, দু’টিতেই এই বাঁহাতি ব্যাটসম্যানের অবদান অনস্বীকার্য। ছবি: এএফপি।
০৬১২
দীনেশ কার্তিক: নাইটদের জাহাজের ক্যাপ্টেন। গত ম্যাচে তাঁর ছোট্ট ক্যামিও দলকে বিশাল স্কোর করতে সাহায্য করেছিল। ছবি: পিটিআই।
০৭১২
আন্দ্রে রাসেল: তাঁর ১২ বলের ইনিংসে একটাও বাউন্ডারি ছিল না। বদলে ছিল ৬টা ওভার বাউন্ডারি। ভয়ঙ্কর ফর্মে থাকা রাসেল আজ ব্যাটিং অর্ডারের উপরের দিকেও আসতে পারেন। ছবি: এপি।
০৮১২
ইশাঙ্ক জাগ্গি: রিঙ্কু সিংহ এবং শুভমান গিল ব্যর্থ হওয়ায় ঝাড়খণ্ডের এই ডানহাতি ব্যাটসম্যান আজ দলে আসতে পারেন।
০৯১২
মিচেল জনসন: গত ম্যাচে টম কুরান তেমন সফল না হওয়ায় ফের দলে আসতে পারেন এই বাঁহাতি অজি পেসার। ছবি: পিটিআই।
১০১২
পীযূষ চাওলা: জেসন রয়কে একেবারে প্রথমেই আউট করে দিল্লিকে প্রাথমিক ধাক্কাটা দেন এই লেগ স্পিনারই।
১১১২
শিবম মাভি: বিনয় কুমারের লাগাতার ব্যর্থতায় দলে ঢুকেই চমকে দিয়েছেন তরুণ এই স্পিডস্টার। গত ম্যাচে গৌতম গম্ভীরকে বোল্ড করেন তিনি। ছবি: পিটিআই।
১২১২
কুলদীপ যাদব: তরুণ এই চায়নাম্যান বোলার গত ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। ছবি: এএফপি।