দেশ ছাড়ছেন পাকিস্তানি যুবকেরা। চাকরির চেষ্টায় বা চাকরি নিয়ে চলে যাচ্ছেন বিদেশ-বিভুঁইয়ে। পরিসংখ্যান বলছে, গত তিন বছরে কম করে ১০ লক্ষ দক্ষ মানুষ পাকিস্তান ছেড়ে বাইরে চলে গিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিসাবরক্ষক এবং ম্যানেজার। এঁদের বেশির ভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান।