Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Cricket

হতশ্রী বোলিংয়ের উন্নতিতে দলে এক বদল? দেখে নিন আজ ভারতের সম্ভাব্য একাদশ

দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের প্রথম এগারো কী হতে চলেছে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ০৮:০১
Share: Save:
০১ ১২
বিরাট কোহালির বিধ্বংসী ব্যাটিংয়ে ওভার পিছু দশের বেশি রান তাড়া করে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে ভারত। ক্যারিবিয়ানরা টি টোয়েন্টি ক্রিকেট ভাল খেলে। সেই কারণেই তিরুঅনন্তপুরমে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। ভারত কি উইনিং কম্বিনেশন ভাঙবে? নাকি হায়দরাবাদের দল নিয়েই খেলতে নামবে? দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের প্রথম এগারো কী হতে চলেছে।

বিরাট কোহালির বিধ্বংসী ব্যাটিংয়ে ওভার পিছু দশের বেশি রান তাড়া করে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে ভারত। ক্যারিবিয়ানরা টি টোয়েন্টি ক্রিকেট ভাল খেলে। সেই কারণেই তিরুঅনন্তপুরমে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। ভারত কি উইনিং কম্বিনেশন ভাঙবে? নাকি হায়দরাবাদের দল নিয়েই খেলতে নামবে? দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের প্রথম এগারো কী হতে চলেছে।

০২ ১২
লোকেশ রাহুল: হায়দরবাদে রোহিত শর্মা ফিরে যাওয়ার পরে শিখর ধবন ভারতের ইনিংসের ভিত গড়েন। বিরাট কোহালি ও রাহুল ১০০ রানের পার্টনারশিপ গড়েন। কোহালির থেকে রাহুলকেই বেশি সপ্রতিভ দেখাচ্ছিল। ঠান্ডা মাথায় দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল। তিরুঅনন্তপুরমে তিনিই ক্যারিবিয়ান বোলিংয়ের শুরুর ঝাঁঝ সামলাতে যাবেন।

লোকেশ রাহুল: হায়দরবাদে রোহিত শর্মা ফিরে যাওয়ার পরে শিখর ধবন ভারতের ইনিংসের ভিত গড়েন। বিরাট কোহালি ও রাহুল ১০০ রানের পার্টনারশিপ গড়েন। কোহালির থেকে রাহুলকেই বেশি সপ্রতিভ দেখাচ্ছিল। ঠান্ডা মাথায় দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল। তিরুঅনন্তপুরমে তিনিই ক্যারিবিয়ান বোলিংয়ের শুরুর ঝাঁঝ সামলাতে যাবেন।

০৩ ১২
রোহিত শর্মা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে রান পাননি ‘হিটম্যান’। প্রথম টি টোয়েন্টিতে ব্যর্থ হলেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জ্বলে উঠতেই পারেন রোহিত। মুম্বইকর চলতে শুরু করলে তাঁকে থামানো যে মুশকিল।

রোহিত শর্মা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে রান পাননি ‘হিটম্যান’। প্রথম টি টোয়েন্টিতে ব্যর্থ হলেও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জ্বলে উঠতেই পারেন রোহিত। মুম্বইকর চলতে শুরু করলে তাঁকে থামানো যে মুশকিল।

০৪ ১২
বিরাট কোহালি (অধিনায়ক): হায়দরবাদে বিধ্বংসী মেজাজে ধরা দেন কোহালি। গোড়ার দিকে ঠিকঠাক ছন্দে ছিলেন না। পরে কোহালি ‘গিয়ার’ বদলে ফেলেন। তখন ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের অসহায় দেখাচ্ছিল। ক্যারিবিয়ানরা তাঁর মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু, তাতেও ‘কিং কোহালি’কে থামানো যায়নি। দ্বিতীয় টি টোয়েন্টিতে কোহালিকে আগে তুলে নেওয়াই লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজের।

বিরাট কোহালি (অধিনায়ক): হায়দরবাদে বিধ্বংসী মেজাজে ধরা দেন কোহালি। গোড়ার দিকে ঠিকঠাক ছন্দে ছিলেন না। পরে কোহালি ‘গিয়ার’ বদলে ফেলেন। তখন ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের অসহায় দেখাচ্ছিল। ক্যারিবিয়ানরা তাঁর মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু, তাতেও ‘কিং কোহালি’কে থামানো যায়নি। দ্বিতীয় টি টোয়েন্টিতে কোহালিকে আগে তুলে নেওয়াই লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজের।

০৫ ১২
শ্রেয়স আইয়ার: ইংল্যান্ডে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপের আগে থেকেই চার নম্বরের খোঁজে ছিল ভারত। সেই টালবাহানা ভুগিয়েছিল বিশ্বকাপে।  বাংলাদেশের বিরুদ্ধে মিডল অর্ডারে শ্রেয়স ভরসা দিয়েছেন দারুণ ভাবে। দেখিয়েছেন, চার নম্বরে নেমে দলকে টানার ক্ষমতা তাঁর রয়েছে। প্রথম টি টোয়েন্টিতে শরীর ছুড়ে কায়রন পোলার্ড অসাধারণ ক্যাচে ফিরিয়ে দেন আইয়ারকে। দ্বিতীয় টি টোয়েন্টিতে রানে ফিরতে চাইবেন শ্রেয়স।

শ্রেয়স আইয়ার: ইংল্যান্ডে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপের আগে থেকেই চার নম্বরের খোঁজে ছিল ভারত। সেই টালবাহানা ভুগিয়েছিল বিশ্বকাপে। বাংলাদেশের বিরুদ্ধে মিডল অর্ডারে শ্রেয়স ভরসা দিয়েছেন দারুণ ভাবে। দেখিয়েছেন, চার নম্বরে নেমে দলকে টানার ক্ষমতা তাঁর রয়েছে। প্রথম টি টোয়েন্টিতে শরীর ছুড়ে কায়রন পোলার্ড অসাধারণ ক্যাচে ফিরিয়ে দেন আইয়ারকে। দ্বিতীয় টি টোয়েন্টিতে রানে ফিরতে চাইবেন শ্রেয়স।

০৬ ১২
ঋষভ পন্থ: আরও একটা সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন দিল্লির উইকেটকিপার। প্রথম টি টোয়েন্টি ম্যাচে প্রথম বলটাই উড়িয়ে দিয়েছিলেন গ্যালারিতে। কিন্তু, দল যখন তাঁর কাছ থেকে রান চাইছে, ঠিক সেই সময়ে রান করতে ব্যর্থ তরুণ উইকেটকিপার। তাঁর দিকে ধেয়ে আসে সমালোচনা। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পন্থ কি পারবেন সমালোচকদের জবাব দিতে?

ঋষভ পন্থ: আরও একটা সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন দিল্লির উইকেটকিপার। প্রথম টি টোয়েন্টি ম্যাচে প্রথম বলটাই উড়িয়ে দিয়েছিলেন গ্যালারিতে। কিন্তু, দল যখন তাঁর কাছ থেকে রান চাইছে, ঠিক সেই সময়ে রান করতে ব্যর্থ তরুণ উইকেটকিপার। তাঁর দিকে ধেয়ে আসে সমালোচনা। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পন্থ কি পারবেন সমালোচকদের জবাব দিতে?

০৭ ১২
শিবম দুবে: হার্দিক পাণ্ড্য নেই। ফলে সুযোগ এসে যায় মুম্বইয়ের আক্রমণাত্মক অলরাউন্ডার শিবম দুবের সামনে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটেছে তাঁর। তবে ব্যাট হাতে নিজেকে চেনাতে পারেননি। বরং বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে বল হাতে তিন উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম টি টোয়েন্টিতে বল এবং ব্যাট হাতে কিছু করতে দেখা যায়নি দুবেকে। দ্বিতীয় ম্যাচে তাঁর দিকে নজর থাকবে সবার।

শিবম দুবে: হার্দিক পাণ্ড্য নেই। ফলে সুযোগ এসে যায় মুম্বইয়ের আক্রমণাত্মক অলরাউন্ডার শিবম দুবের সামনে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটেছে তাঁর। তবে ব্যাট হাতে নিজেকে চেনাতে পারেননি। বরং বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে বল হাতে তিন উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম টি টোয়েন্টিতে বল এবং ব্যাট হাতে কিছু করতে দেখা যায়নি দুবেকে। দ্বিতীয় ম্যাচে তাঁর দিকে নজর থাকবে সবার।

০৮ ১২
রবীন্দ্র জাডেজা: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। কিন্তু টেস্টে দারুণ ফর্মে রয়েছেন তিনি। ব্যাট হাতেও ভরসা দেখিয়েছেন। প্রথম টি টোয়েন্টি ম্যাচে জাডেজা বল হাতে মাত্র একটি উইকেট নেন। ব্যাট করার সুযোগ পাননি। জাডেজা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দ্বিতীয় টি টোয়েন্টিতে তাঁর দিকে নজর থাকবে ক্রিকেটভক্তদের।

রবীন্দ্র জাডেজা: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। কিন্তু টেস্টে দারুণ ফর্মে রয়েছেন তিনি। ব্যাট হাতেও ভরসা দেখিয়েছেন। প্রথম টি টোয়েন্টি ম্যাচে জাডেজা বল হাতে মাত্র একটি উইকেট নেন। ব্যাট করার সুযোগ পাননি। জাডেজা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দ্বিতীয় টি টোয়েন্টিতে তাঁর দিকে নজর থাকবে ক্রিকেটভক্তদের।

০৯ ১২
ওয়াশিংটন সুন্দর: টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত পাওয়ারপ্লে ওভারে বল করছেন দক্ষতার সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ভারত অধিনায়ক ওয়াশিংটন সুন্দরকে দিয়ে ওভার শুরু করবেন। এ কথা বলাই বাহুল্য।

ওয়াশিংটন সুন্দর: টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত পাওয়ারপ্লে ওভারে বল করছেন দক্ষতার সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ভারত অধিনায়ক ওয়াশিংটন সুন্দরকে দিয়ে ওভার শুরু করবেন। এ কথা বলাই বাহুল্য।

১০ ১২
ভুবনেশ্বর কুমার: দীর্ঘদিন চোটের জন্য খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। চোট সারিয়ে তিনি ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভুবি। প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটি উইকেটও তুলতে পারেননি তিনি।

ভুবনেশ্বর কুমার: দীর্ঘদিন চোটের জন্য খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। চোট সারিয়ে তিনি ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভুবি। প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটি উইকেটও তুলতে পারেননি তিনি।

১১ ১২
দীপক চহার: বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে সাত রানে ছয় উইকেট নিয়েছিলেন। করেছিলেন হ্যাটট্রিক। হায়দরাবাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিয়েছিলেন উইকেট। কিন্তু, তার পরে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা নির্দয় হয়ে ওঠেন ভারতের বোলারদের উপরে। ৪ ওভারে তিনি দেন ৫৬ রান। দ্বিতীয় টি টোয়েন্টিতে চহার নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন এ কথা বলাই বাহুল্য।

দীপক চহার: বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে সাত রানে ছয় উইকেট নিয়েছিলেন। করেছিলেন হ্যাটট্রিক। হায়দরাবাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিয়েছিলেন উইকেট। কিন্তু, তার পরে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা নির্দয় হয়ে ওঠেন ভারতের বোলারদের উপরে। ৪ ওভারে তিনি দেন ৫৬ রান। দ্বিতীয় টি টোয়েন্টিতে চহার নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন এ কথা বলাই বাহুল্য।

১২ ১২
কুলদীপ যাদব: যুজবেন্দ্র চহালকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কুলদীপ যাদবকে সুযোগ দিতে পারেন বিরাট কোহালি। প্রথম টি টোয়েন্টিতে চহাল দুটো উইকেট নেন ঠিকই। কিন্তু, কুলদীপের চায়নাম্যান বোলিং টি টোয়েন্টি ফরম্যাটে কার্যকরী হতেই পারে। সেই কারণেই চহালের জায়গায় কুলদীপকে খেলাতে পারেন কোহালি।

কুলদীপ যাদব: যুজবেন্দ্র চহালকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কুলদীপ যাদবকে সুযোগ দিতে পারেন বিরাট কোহালি। প্রথম টি টোয়েন্টিতে চহাল দুটো উইকেট নেন ঠিকই। কিন্তু, কুলদীপের চায়নাম্যান বোলিং টি টোয়েন্টি ফরম্যাটে কার্যকরী হতেই পারে। সেই কারণেই চহালের জায়গায় কুলদীপকে খেলাতে পারেন কোহালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy