ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। ছবি: রয়টার্স।
টুর্নামেন্টের শেষের দিকে এসে জমে উঠেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। প্রথম সেমিফাইনালে ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে দু’উইকেটে হারিয়ে নাটকীয় ভাবে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। টেমসের তীরে আয়োজক দেশ ইংল্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করার পর, এখন গোটা ক্রিকেট বিশ্বের নজর বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালের দিকে।
আরও পড়ুন: পরামর্শদাতা হিসেবে সচিনকে চাইলেন শাস্ত্রী
আগামীকাল ডার্বির কাউন্টি গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের অন্যতম দুই চালিকা শক্তির মধ্যে হতে চলা মহারণকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটতে শুরু করেছে লন্ডন।
ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে মুখোমুখি হয়েছিল এই দু’দল। সেই ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল মেগ ল্যানিং অ্যান্ড কোং। তবে, সেটা ছিল গ্রুপ লিগের ম্যাচ।
সেমিফাইনালে অন্য অঙ্ক, সেমি এবং গ্রুপ লিগের ম্যাচকে মেলাতে রাজি নন দু’দলের ক্রিকেটাররাই। ফাইনালের লড়াইয়ে নিজেদের ঝালিয়ে নিতে ঘুঁটি সাজাচ্ছে উভয় পক্ষের টিম ম্যানেজমেন্টই।
উইকেটের চরিত্র:
গোটা টুর্নামেন্টেই ডার্বির উইকেটে সাহায্যে পেয়েছেন স্লো বোলাররা। লেগ স্পিন থেকে অফ স্পিন, সব বলই ঘূর্ণির মায়াজালে মাতিয়ে রেখেছে ডার্বির উইকেটকে। বৃহস্পতিবারও এর ব্যতিক্রমের কোনও সম্ভাবনা নেই। সেই দিক থেকে দেখতে হলে আগামীকালের সেমিফাইনালে উইকেটের থেকে বেশি সাহায্য পাবেন ভারতীয় বোলাররা। কারণ ভারতীয় বোলিংয়ের অধিকাংশটাই স্পিন নির্ভর, অন্য দিকে অস্ট্রেলিয় বোলারদের মূল অস্ত্র পেস।
অস্ট্রেলিয়া:
ফাইনালের লক্ষে ভারতের বিরুদ্ধে নামার আগে বেশ বিপাকে ক্যাঙ্গারু বাহিনী। গত দু’ম্যাচে চোটের জন্য মাঠে নামতে পারেননি অজি অধিনায়ক ল্যানিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ল্যানিংয়ের না থাকাই শেষ পর্যন্ত বিপাকে ফেলেছিল অজিদের। তবে, ফাইনালে অধিনায়ককে চোট মুক্ত করে মাঠে নামাতে বদ্ধপরিকর অজি ফিজিও টিম। ভারতের বিরুদ্ধে ল্যানিং যদি শেষ চারে ফেরে তা হলে দলের বাইরে যেতে হবে রাচেল হেনসকে।
ভারত:
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল নামানোর আগে মহাসঙ্কটে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। চোট আঘাত জনিত কোনও সমস্যা না থাকলেও প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দ্বিধাবিভক্ত ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক।
চোটের কারণে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে না খেলা একতা বিস্তের জায়গায় খেলানো হয়েছিল রাজেশ্বরী গায়কোয়াড়কে। আর সুযোগ পেয়েই বাজিমাত রাজেশ্বরীর। তাঁর অনবদ্য বোলিংয়ের উপর ভর করেই কিউইদের ছিটকে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। আর এখানেই সমস্যায় ভারতীয় টিম। পাকিস্তান বধের নায়ক একতা বিস্ত না কি কিউই বধের কুইন রাজেশ্বরী, কে শেষ পর্যন্ত জায়গা করে নেন সেটাই এখন দেখার।
মহিলা ক্রিকেট বিশ্বকাপ(দ্বিতীয় সেমিফাইনাল): ভারত বনাম অস্ট্রেলিয়া-দুপুর ৩:০০।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy