Advertisement
০৫ নভেম্বর ২০২৪

চেন্নাইয়ে পাঁচ উইকেট প্রজ্ঞানের

জাতীয় দলে ফেরার ব্যাপারে ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচটা বেশ ভাল যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রাক্তনদের। প্রথম দিন রান পেয়েছিলেন দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও লোকেশ রাহুল। যার চব্বিশ ঘণ্টা পরেই শ্রীলঙ্কা সফরের টেস্ট টিমে ডাক পান তাঁরা। আর এ দিন, ম্যাচের তৃতীয় দিন পাঁচ উইকেট তুলে নিলেন প্রজ্ঞান ওঝা।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০৩:০৪
Share: Save:

জাতীয় দলে ফেরার ব্যাপারে ইন্ডিয়া ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচটা বেশ ভাল যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রাক্তনদের। প্রথম দিন রান পেয়েছিলেন দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও লোকেশ রাহুল। যার চব্বিশ ঘণ্টা পরেই শ্রীলঙ্কা সফরের টেস্ট টিমে ডাক পান তাঁরা। আর এ দিন, ম্যাচের তৃতীয় দিন পাঁচ উইকেট তুলে নিলেন প্রজ্ঞান ওঝা।

আসন্ন ঘরোয়া মরসুমে বাংলা দলে যোগ দিতে চলা বাঁ-হাতি স্পিনারের পাঁচ উইকেটের সৌজন্যে অস্ট্রেলিয়া ‘এ’কে ২৮৬ রানে অল আউট করে দেয় চেতেশ্বর পূজারার ভারত। তৃতীয় দিনের শেষে তারা ১২১-৩, এগিয়ে ১৫৪ রানে। পরে অবশ্য প্রজ্ঞান চোট পাওয়ায় তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে যেতে হয়। আঠারো মাস পর ক্রিকেটে ফিরে ৫-৮৫ বোলিং গড় নিয়ে প্রথম ইনিংস শেষ করলেন প্রজ্ঞান। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় চেন্নাইয়ের স্পোর্টস সায়েন্স সেন্টারে পরীক্ষা হয় তাঁর। নতুন অ্যাকশন নিয়ে এখন বল করছেন তিনি। এ দিন প্রজ্ঞান বলেন, ‘‘ছ’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমার যা অবস্থা হয়েছিল, সেটা যেন অন্য কারও না হয়। এখন শুধু এ টিম নিয়ে ভাবছি। শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলাম না বলে হতাশ নই।’’

প্রজ্ঞান ছাড়া অমিত মিশ্রও সফল (৩-৫৫)। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল (২৯) তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে টিমকে টানেন অভিনব মুকুন্দ (৪০) ও পূজারা (৪২)। দিনের শেষে ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার (৪) ও করুণ নায়ার (৪)। আজ, শনিবার ম্যাচের শেষ দিন। সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে খেলবেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

অন্য বিষয়গুলি:

Pragyan Ojha Australia A five-wicket Amit Misra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE