পিকের মৃত্যুতে শোক জ্ঞাপন সমাজের বিভিন্ন মহলের। গ্রাফিক- তিয়াসা দাস।
ভারতীয় ফুটবল-আকাশে নক্ষত্রপতন ঘটল শুক্রবার দুপুরে। কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন দেশের অন্যতম সফল ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে সমাজের বিভিন্ন মহলে। ক্রীড়াবিদরা তো বটেই, পিকের মৃত্যুতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোকপ্রকাশ করছেন রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনয় জগতের কলাকুশলীরাও।
গত এক মাসের বেশি সময় ধরে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। নিউমোনিয়া, পারকিনসনস-সহ একাধিক রোগ থাবা বসিয়েছিল পিকে-র শরীরে। সেই থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে থামল লড়াই।
পিকে-র প্রয়াণে বিভিন্ন মহল থেকে আসা শোকবার্তার কয়েক ঝলক—
পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ফুটবলে পিকের অবদানের কথা স্মরণ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন মমতা।
PK Banerjee's unparalleled contribution to Indian football will be etched in our memories & he will continue to serve as an inspiration for generations to come.
— Mamata Banerjee (@MamataOfficial) March 20, 2020
Condolences to fans, family and the sporting fraternity for this irreparable loss. (2/2)
পিকে-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। অসুস্থ অবস্থায় পিকে-কে দেখতে তিনি যে হাসপাতালে গিয়েছিলেন, সে কথাও এ দিন জানিয়েছেন টুইটে।
Deeply condole demise of legendary footballer and Olympian PK Banerjee. I had visited 83 year old Asian Games gold medallist at hospital a few days back. Pray ALMIGHTY to bestow eternal peace on departed soul and courage to his family, friends and numerous fans to bear this loss.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 20, 2020
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সভাপতি প্রফুল্ল পটেল জানিয়েছেন, পিকে-র প্রতি সম্মান জানাতে এআইএফএফ দিল্লির সদর দফতরে পতাকা অর্ধনমিত রেখেছে।
As a mark of respect to #PKBanerjee, the Indian Football legend, #AIFF has decided that it's flag will fly at half-mast today in #AIFF Delhi Headquarter.@IndianFootball @IndiaSports @KirenRijiju #India #football pic.twitter.com/Sk0XkMyznR
— Praful Patel (@praful_patel) March 20, 2020
পিকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, ভারতীয় ফুটবলে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
#Tribute to the Legendary Hero of Indian Football #PK Banerjee.His Cobtribution in football will be remebered for ever. Our sincerest condolences. pic.twitter.com/4Oo5slEwty
— Surjya Kanta Mishra (@mishra_surjya) March 20, 2020
পিকে-র আত্মার শান্তিকামনা করে সচিন তেন্ডুলকর স্মরণ করেছেন পিকে-র সঙ্গে তাঁর ব্যক্তিগত বাক্যালাপের মুহূর্ত। পিকে-র কথা তাঁকে যে বেশ কয়েকবার উদ্বুদ্ধ করেছিল, সে কথাও জানিয়েছেন মাস্টারব্লাস্টার।
Heartfelt condolences on the passing of the great Indian footballer PK Banerjee!
— Sachin Tendulkar (@sachin_rt) March 20, 2020
Have fond memories of meeting him on a few occasions and the positivity he spread.
May his soul Rest In Peace!🙏🏼 pic.twitter.com/NqXO2A91wc
সুনীল ছেত্রীও পিকে-র পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন নিজের টুইটে।
I would like to offer my heartfelt condolences to the family of Mr. PK Banerjee as well as to the entire Indian football fraternity.
— Sunil Chhetri (@chetrisunil11) March 20, 2020
He was a pioneer in every sense of the word, and his achievements will forever have a place in Indian footballing history. Rest in peace.
কলকাতার ময়দানে পিকে-র সঙ্গে নিজের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগণও।
Had the good fortune of meeting football legend PK Banerjee in Kolkata during the Maidaan schedule in November. Sad to hear about his demise. RIP, the man with the golden kick #PKBanerjee. pic.twitter.com/ckqszWD9Og
— Ajay Devgn (@ajaydevgn) March 20, 2020
অভিনেতা জিৎও শোকপ্রকাশ করেছেন নিজের টুইটে।
Football Legend P k Banerjee passed away. His contribution to Indian Football has been Immense. Condolences to his family and all his loved ones. #RIP 🙏
— Jeet (@jeet30) March 20, 2020
সবে মাত্র শেষ করেছি ‘বারপুজো’ বইটি। আর সে দিনই মারা গেলেন প্রবাদপ্রতিম ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। কী অদ্ভূতভাবে মিলে গেল এই দু’টি ঘটনা। যা মনকে ভারাক্রান্ত করে। এ ভাবেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও শোক জ্ঞাপন করেছেন।
Having just read #Barpujo by @gbsaltlake on the day the legend PK Banerjee leaves us is almost surreally sad and incredibly ironic. And apt is the title of the book, as the author religiously raises the bar with his every outing of sports fiction.
— Srijit Mukherji (@srijitspeaketh) March 20, 2020
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় কর্মীর ভুলে বদলে গিয়েছিল নাম, ভারতীয় ফুটবলে জ্বেলেছিলেন প্রদীপ
আরও পড়ুন: ‘প্রদীপদা না থাকলে আমি শ্যাম থাপাই হতাম না’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy