মাত্র দু’টো শব্দ ‘উইল পাওয়ার’। এই শব্দ দু’টির কতখানি জোর জম্মু-কাশ্মীরের আমির হুসেনকে না দেখলে বোঝা যায় না।
কে এই আমির হুসেন? আর এই শব্দ দু’টির সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক?
এ বার আসল কথায় আসা যাক। কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের ক্যাপ্টেন ২৬ বছরের এই যুবক। তাঁর দু’টো হাতই নেই। হাত ছাড়া আমরা ক্রিকেট খেলার কথা ভাবতেই পারি না। কিন্তু আমির শিখিয়েছেন, হাত না থাকলেও কী ভাবে ক্রিকেট খেলা যায়। আর তার জন্য শুধু চাই ক্রিকেটের প্রতি ভালবাসা এবং সেই দু’টি শব্দ ‘উইল পাওয়ার’। এই দু’টোই মূলধন কাশ্মীরের এই যুবকের।
আমিরের ব্যাটিং করার একটা বিশেষ স্টাইল রয়েছে। যা সকলকে চমকে দেওয়ার মতো। কাঁধে ব্যাট রেখে থুতনিতে চেপে ব্যাট ধরেন আমির। তার পর ব্যাটিং করেন। আবার বোলিংও করেন তিনি। কী ভাবে? পা দিয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
আমির শারীরিক প্রতিবন্ধী ছিলেন না। তখন ওঁর আট বছর বয়স। তাঁর বাবার ব্যাট তৈরির কারখানা ছিল। সেখানেই কাজ করতেন আমির। সেই সময় ব্যাট তৈরির মেশিনে তাঁর দু’হাত গুরুতর জখম হয়। পরে কেটে বাদ দিতে হয় দু’টো হাতই। কিন্তু ক্রিকেটের প্রতি ভালবাসা আর অধ্যাবসায়ের কারণে আজ তিনি কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের ক্যাপ্টেন।
আরও পড়ুন...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy