বিরাট কোহালি ও এমএস ধোনি।—ফাইল চিত্র।
উমর দরাজ, পাকিস্তানের এই ক্রিকেট সমর্থককে মনে আছে তো? এই সেই সমর্থক যিনি ভারত অস্ট্রেলিয়াকে হারানোর পর নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়েছিলেন। তার পরই তাঁকে গ্রেফতার হতে হয়। পরে তিনি জানিয়েছিলেন, তিনি আসলে বিরাট কোহালির ফ্যান। বিরাট কোহালির জন্যই তিনি ভারতের জন্য উচ্ছ্বসিত ছিলেন। পরে তাঁর বাড়ি তদন্ত করে দেখা যায় ঘর ভর্তি শুধুই বিরাটের ছবি। পুরনো এই গল্প বলার পিছনে একটা কারণ তো অবশ্যই রয়েছে।
আরও পড়ুন
২০০৭ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সচিন
কোহালিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ইংল্যান্ড ক্রিকেটার
এই যে পাকিস্তানের মাটিতে বিশ্ব একাদশ খেলছে সেখানে নেই কোনও ভারতীয় ক্রিকেটার। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হা হুতাশ করছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। এ বার কতজনকে গ্রেফতার করবে পুলিশ? ভারত, পাকিস্তানের মধ্যে যতই বিরোধ থাক না কেন সেখানকার ক্রিকেট প্রেমীরা আমের, আফ্রিদিদের মতোই বিরাট, ধোনির ফ্যান। বিশেষ করে পাকিস্তানে যখন আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টায় আইসিসি তখন দেশের মাটিতে বিরাট কোহালি ও এমএস ধোনিকে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবদার পাক ফ্যানদের। কেউ লিখেছেন, ‘‘বিরাট তোমাকে লাহৌরে মিস করব।’’ কারও দাবি, ‘‘দেশ চায় বিরাটের খেলা দেখতে।’’ কেউ আবদার জুড়েছেন, ‘‘আমরা হৃদয় থেকে চাই বিরাট কোহালি ও এমএস ধোনি এখানে এসে খেলুক। রাজনীতি খুব খারাপ।’’ কেউ বলেছেন, ‘‘বিরাট, ধোনি যদি আমাদের দেশে এসে খেলে তা হলে দেশের ক্রিকেটে তার খুব ভাল প্রভাব পড়বে।’’ একই মত পোষণ করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার আফ্রিদি।
আফ্রিদির টুইট
Really pleased that PCB- ICC have joined hands to bring cricket back home to Pak. Would 've been great to see some Indian players too
— Shahid Afridi (@SAfridiOfficial) August 25, 2017
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক একদমই তলানিতে। যে কারণে দীর্ঘ দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি থাকলেও পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। কারণ সরকারি তরফে কোনও সম্মতি পাওয়া যায়নি। যা নিয়ে কম জলঘোলাও হয়নি।
সমর্থকদের টুইট
@imVkohli.we miss u in lahore virat kohli.y u not comeee?
— Imran raja (@Imranra31593414) September 11, 2017
Definitely if Indian players like kohli and Dhoni visits to play there will be huge impact of returning of cricket in Pakistan ! https://t.co/OQlPI9a7Y6
— Azhar (@Azharazzu25) September 12, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy