Overseas Test records of India's last 5 captains dgtl
Overseas Test records
সচিন থেকে বিরাট, বিদেশের মাঠে দেশের শেষ পাঁচ অধিনায়কের রেকর্ড কেমন
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন অধিনায়ক বিরাট কোহালি। স্বাধীনতার পর বিরাটই প্রথম অধিনায়ক যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল ভারত। সন্দেহ নেই শেষ পাঁচ জন অধিনায়কের মধ্যে সব থেকে সফল বিরাটই। এক ঝলকে দেখে নেওয়া যাক বিদেশের মাটিতে শেষ পাঁচ ভারত অধিনায়কের রেকর্ড কেমন ছিল।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১১:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন অধিনায়ক বিরাট কোহালি। স্বাধীনতার পর বিরাটই প্রথম অধিনায়ক যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল ভারত। সন্দেহ নেই শেষ পাঁচ জন অধিনায়কের মধ্যে সব থেকে সফল বিরাটই। এক ঝলকে দেখে নেওয়া যাক বিদেশের মাটিতে শেষ পাঁচ ভারত অধিনায়কের রেকর্ড কেমন ছিল।
০২১১
সচিন তেন্ডুলকর: বেশি দিন দলকে নেতৃত্ব দেননি। যে ক’দিন নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে বিদেশে ১৩টি ম্যাচ খেলেছে ভারত।
০৩১১
সচিন তেন্ডুলকর: তবে অধিনায়ক সচিনের নেতৃত্বে বিদেশের মাটিতে একটি ম্যাচেও জয় আসেনি।
০৪১১
রাহুল দ্রাবিড়: ১৭টি ম্যাচে নেতৃত্ব দিলেও ভারত জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচে। জয়ের নিরিখে শতকরা হিসেব ২৯ শতাংশ।
০৫১১
রাহুল দ্রাবিড়: দেশ হোক বা বিদেশ— ব্যাটসম্যান দ্রাবিড় বরাবর দলকে ভরসা দিয়েছেন। অধিনায়ক দ্রাবিড়ের নেতৃত্বে বিদেশে ১৭টি টেস্ট ম্যাচ খেলে ভারত।
০৬১১
সৌরভ গঙ্গোপাধ্যায়: দেশের সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় থাকবে সৌরভের নাম। ‘দাদা’র নেতৃত্বে বিদেশের মাঠে ২৮টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া।
০৭১১
সৌরভ গঙ্গোপাধ্যায়: সৌরভের নেতৃত্বে বিদেশের মাঠে ১১টি টেস্ট জিতেছে ভারত। শতকরা হিসেবে ৩৯ শতাংশ।
০৮১১
এম এস ধোনি: বিরাটের আগে দলের ব্যাটন ছিল ধোনির হাতে। মিস্টার কুলের নেতৃত্বে বিদেশে ৩০টি টেস্ট খেলেছে ভারত।
০৯১১
এম এস ধোনি: ধোনির নেতৃত্ব বিদেশের মাটিতে ছয়টি টেস্ট জিতেছে ভারত। শতকরা হিসেব ২০ শতাংশ।
১০১১
বিরাট কোহালি: রেকর্ডের ভিত্তিতে এখনও পর্যন্ত সফলতম অধিনায়ক। বিরাটের নেতৃত্বে বিদেশের মাটিতে এখনও পর্যন্ত ২৫টি টেস্ট খেলেছে ভারত।
১১১১
বিরাট কোহালি: ২৫টি টেস্টের মধ্যে ১১টি জিতেছে ভারত। শতকরা হিসেবে ৪৪ শতাংশ।