প্রয়াত এমকে কৌশিক। ছবি টুইটার
সকালে চলে গিয়েছিলেন রবীন্দ্র পাল সিংহ। বিকেলে প্রয়াত হলেন মহারাজ কৃষ্ণ কৌশিক। কয়েক ঘণ্টার তফাতে কোভিড কেড়ে নিল ভারতের দুই প্রবাদপ্রতিম হকি খেলোয়াড়কে। ১৯৮০-র অলিম্পিক্সে সোনাজয়ী দুই সদস্যের মৃত্যুতে শোকাহত ক্রীড়ামহল।
স্পেনের বিরুদ্ধে জয়সূচক গোল করে ভারতকে হকিতে সোনা জিতিয়েছিলেন। কিন্তু জীবনযুদ্ধে হেরে গেলেন কৌশিক। শনিবার বিকেলে প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৬ বছর। রেখে গেলেন স্ত্রী এবং ছেলেকে।
গত ১৭ এপ্রিল কোভিড ধরা পড়েছিল কৌশিকের। স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে পরিস্থিতি খারাপ হতে থাকে। শনিবার সকালেই তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Hockey India griefs the loss of Mr. M. K. Kaushik, Gold Medal winning Olympian and former Coach of the Indian Hockey Team. 🕯#IndiaKaGame pic.twitter.com/CQxcTdry3D
— Hockey India (@TheHockeyIndia) May 8, 2021
মহিলা এবং পুরুষ— ভারতের দুই জাতীয় দলকেই একসময় কোচিং করিয়েছেন তিনি। পুরুষ দল তাঁর কোচিংয়েই ১৯৯৮ এশিয়াডে সোনা জেতে। মহিলা দল ২০০৬ এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিল। ১৯৯৮ সালে তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy