Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Paris Olympics 2024

মত্ত অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ, প্যারিসে গ্রেফতার অলিম্পিয়ান, পুলিশি হেফাজতে মিশরের কুস্তিগির

অস্ট্রেলিয়ার এক হকি খেলোয়াড় প্যারিসে গ্রেফতার হয়েছিলেন নিষিদ্ধ মাদক কেনার সময়। এ বার মিশরের এক কুস্তিগির গ্রেফতার হলেন শ্লীলতাহানির অভিযোগে।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৯:১৯
Share: Save:

অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড়ের পর আরও এক অলিম্পিয়ান গ্রেফতার হলেন প্যারিসে। মিশরের কুস্তিগিরকে গ্রেফতার করা হয়েছে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে। অভিযুক্তের নাম প্রকাশ করেননি প্যারিস পুলিশ কর্তৃপক্ষ।

অলিম্পিক্সে অংশ নেওয়া দ্বিতীয় খেলোয়াড়কে গ্রেফতার করল প্যারিস পুলিশ। শুক্রবার ভোর সাড়ে চারটের সময় গ্রেফতার করা হয়েছে মিশরের এক কুস্তিগিরকে। রাস্তায় এক মহিলাকে শক্তি প্রয়োগ করে জড়িয়ে ধরেন তিনি। নিগৃহীত মহিলা পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত কুস্তিগিরকে গ্রেফতার করা হয়েছে। প্যারিস পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, ধৃত কুস্তিগির মত্ত ছিলেন। স্যেন নদীর ধারে এক জায়গায় হঠাৎ জড়িয়ে ধরেন স্থানীয় এক মহিলাকে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণ হলে ফ্রান্সের আইন অনুযায়ী শাস্তি হবে অভিযুক্ত কুস্তিগিরের। খবরের সত্যতা স্বীকার করেছে মিশরের অলিম্পিক্স দলও। তারাও অভিযুক্তের নাম প্রকাশ করেনি।

এর আগে নিষিদ্ধ মাদক কোকেন কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন অস্ট্রেলিয়ার হকি খেলোয়াড় টম ক্রেগ। তাঁকেও গ্রেফতার করেছিল প্যারিস পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE