আকর্ষণ: সাও পাওলোয় বিজ্ঞাপনের প্রচারে বিশেষ বুট পায়ে এ ভাবেই দেখা গেল নেমারকে। ছবি: এএফপি।
মে মাসের তৃতীয় সপ্তাহেই মাঠে ফিরতে পারেন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)।
গত ফেব্রুয়ারিতে ফরাসি লিগে মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নেমার। ডান পায়ের পাতার হাড়ে (পঞ্চম মেটাটার্সাল) অস্ত্রোপচারও করতে হয়। তার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল তাঁর মাঠে ফেরা নিয়ে জল্পনা। গত ৩০ মার্চ প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) ম্যানেজার উনাই এমেরি জানিয়েছিলেন, সপ্তাহ তিনেকের মধ্যেই দলে যোগ দেবেন ব্রাজিল তারকা। কিন্তু বাস্তবে তা হয়নি। বিশেষ বুট পরে ব্রাজিলেই রিহ্যাব করছেন নেমার।
মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোয় বিজ্ঞাপনের প্রচারে সেই বুট পরেই হাজির হয়েছিলেন নেমার। পায়ের ওপর যাতে চাপ না পড়ে তার জন্য হাঁটার সময় দু’হাতে ছিল লাঠি। নেমার বলেছেন, ‘‘ঠিক কবে থেকে অনুশীলন শুরু করতে পারব, তা এখনই বলা কঠিন। তবে আগামী ১৭ মে ডাক্তাররা আমার পায়ের শেষ পরীক্ষা করবেন। তখনই হয়তো বোঝা যাবে কবে থেকে আমি মাঠে ফিরতে পারব। পুরোটাই নির্ভর করছে আমি কতটা সুস্থ হয়ে উঠেছি, নির্ভর করছে তার ওপর।’’ যোগ করেছেন, ‘‘ব্রাজিল কোচ তিতের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। চোট সংক্রান্ত সব খবর ওঁকে জানাচ্ছি।’’
চোট পাওয়ার পরেই বিশ্বকাপে নেমারের খেলা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ভক্তদের আশ্বস্ত করে ব্রাজিল তারকা বলেছেন, ‘‘বিশ্বকাপের এখনও অনেক দেরি। মাঠে ফিরে প্রস্তুতি নেওয়ার প্রচুর সময় পাব। আমি সব সময় ইতিবাচক থাকতে চাই। আমার বিশ্বাস, বিশ্বকাপে আমি সেরা ছন্দে থাকব।’’ নেমার আরও বলেছেন, ‘‘চার বছর ধরে বিশ্বকাপের জন্য আমি অপেক্ষা করে আছি। এখন সেই স্বপ্নের অনেকটাই কাছে চলে এসেছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy