২০১৬-১৭ মরসুমের জন্য আইপিএলের দু’টি নতুন দলের নাম ঘোষণা করল বিসিসিআই। চেন্নাই ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে সেই জায়গায় খেলবে পুণে ও রাজকোট। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিঙ্গসকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই জল্পনা শুরু হয়, কোন দু’টি দল সেই জায়গায় আসবে? মঙ্গলবার দু’টি দলের জন্য নতুন করে নিলাম ডাকে আইপিএল গভর্নিং বডি। তাতে সঞ্জীব গোয়েন্কা নিউ রাইজিং (পুণে) ১৬ কোটি টাকা দিয়ে কিনে নেন। অন্য দিকে, রাজকোটকে ১০ কোটি টাকার বিনিময়ে কেনে ইনটেক্স।
ইনটেক্স-এর ডিরেক্টর কেশব বনশল সাংবাদিকদের বলেন, ‘‘আমি এক জন ক্রিকেট অনুরাগী। আমার প্যাশন ক্রিকেট। সুতরাং এই নিলামটা জিততেই হত। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানান, নতুন এই দল দু’টি বোর্ডের কাছ থেকে কোনও টাকা নেবে না। বরং, তারা উল্টে বিসিসিআইকেই টাকা দেবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy