Advertisement
০৮ নভেম্বর ২০২৪

সাঁতারে নতুন ১০ রেকর্ড

রাজ্য সিনিয়র সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০১৬-র দ্বিতীয় দিনে তৈরি হল একের পর এক নতুন রেকর্ড। দু’দিনে চারটি রেকর্ড গড়ে তারই মধ্যে উজ্জ্বল সায়নী ঘোষ। ২০০ মিটার বাটার-ফ্লাইয়ে সায়নী ভেঙেছেন ১৯৯২ সালে হাওড়ার উর্মিলা ছেত্রীর ২ মিনিট ৩৫.১৫সেকেন্ডের রেকর্ড। সায়নীর সময় ২ মিনিট ৩২.৯ সেকেন্ডে।

ডাইভিং। শনিবার মেদিনীপুর সুইমিং ক্লাবে।— সৌমেশ্বর মণ্ডল।

ডাইভিং। শনিবার মেদিনীপুর সুইমিং ক্লাবে।— সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:১৮
Share: Save:

রাজ্য সিনিয়র সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০১৬-র দ্বিতীয় দিনে তৈরি হল একের পর এক নতুন রেকর্ড। দু’দিনে চারটি রেকর্ড গড়ে তারই মধ্যে উজ্জ্বল সায়নী ঘোষ। ২০০ মিটার বাটার-ফ্লাইয়ে সায়নী ভেঙেছেন ১৯৯২ সালে হাওড়ার উর্মিলা ছেত্রীর ২ মিনিট ৩৫.১৫সেকেন্ডের রেকর্ড। সায়নীর সময় ২ মিনিট ৩২.৯ সেকেন্ডে। ২০০ ও ৪০০ মিটারের ব্যক্তিগত মিডল এবং ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকেও সায়নী গড়েছেন নতুন নজির। তবে তাঁর আক্ষেপ, ২০০৬ সালে কর্ণাটকের তেজস্বিনী ভি-র গড়া জাতীয় রেকর্ড ভাঙা হল না। ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে তেজস্বিনী ভি-এর রেকর্ড ছিল ২ মিনিট ৪৬.৪১ সেকেন্ড। সায়নী এ বার শেষ করেছেন ২মিনিট ৪৭.০১সেকেন্ডে।

এর বাইরেও বেশ কয়েকটি নতুন রেকর্ড হয়েছে এ বার। ১০০মিটার ব্রেস্ট স্ট্রোকে সৃষ্টি বসু রেকর্ড গড়েছেন ১ মিনিট ২০.৩১ সেকেন্ডে (আগে ছিল ১ মিনিট ২২.১০ সেকেন্ড)। রাজদীপ রায় ২০০ মিটার ফ্রি-স্টাইলে ২ মিনিট ০৫.০৯ সেকেন্ডে (আগে ছিল ২.০৫.৩০ সেকেন্ড) রেকর্ড গড়েছেন। শ্রেয়ন্তি পাল রেকর্ড গড়েছেন ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ২ মিনিট ২৯.৬৬ সেকেন্ডে (আগে ছিল ২ মিনিট ৩১.৪৯ সেকেন্ড)।

রাজ্যস্তরের চলতি বছরের সিনিয়র সাঁতার প্রতিযোগিতা শুরু হয় শুক্রবার মেদিনীপুর সুইমিং ক্লাবে। দু’দিনে মোট ১০টি নতুন রাজ্য রেকর্ড হয়েছে বলে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি রামানুজ মুখোপাধ্যায় জানান। আজ, রবিবার প্রতিযোগিতা শেষ। রামানুজবাবু বলেন, “এবার সাফল্যের রেখচিত্র অনেক বেশি ঊর্ধ্বমুখী। উন্নত পরিকাঠামো পেলে রাজ্যের সাঁতারুরা অনেক বেশি সাফল্য পাবে।”

অন্য বিষয়গুলি:

Swimming swimmer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE