Advertisement
০২ নভেম্বর ২০২৪

কুকরা ঢুকে পড়লেও সিরিজ নিয়ে নতুন নাটক

অ্যালিস্টার কুকদের ভারতে আসার দিন ফের টেস্ট সিরিজ নিয়ে আশঙ্কা প্রকাশ করল ভারতীয় বোর্ড। তাদের সেই আশঙ্কার বার্তা পাঠানো হল পাঁচ টেস্টের আয়োজক সংস্থাদেরও। যাতে জানতে চাওয়া হয়েছে, টাকার অভাবে কোনও টেস্ট অনিশ্চয়তার মুখে পড়বে না তো?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৪:০৮
Share: Save:

অ্যালিস্টার কুকদের ভারতে আসার দিন ফের টেস্ট সিরিজ নিয়ে আশঙ্কা প্রকাশ করল ভারতীয় বোর্ড। তাদের সেই আশঙ্কার বার্তা পাঠানো হল পাঁচ টেস্টের আয়োজক সংস্থাদেরও। যাতে জানতে চাওয়া হয়েছে, টাকার অভাবে কোনও টেস্ট অনিশ্চয়তার মুখে পড়বে না তো?

লোঢা কমিটির সুপারিশে সুপ্রিম কোর্ট বোর্ডের অনুমোদিত রাজ্য সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে, বোর্ড থেকে পাওয়া অনুদান আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা খরচ করতে পারবে না। বোর্ড শীর্ষ কর্তাদের ধারণা, এর জেরে রাজ্য সংস্থাগুলো টেস্ট আয়োজনে আর্থিক সমস্যায় পড়বে। যদিও কোনও রাজ্য সংস্থা এখন পর্যন্ত অসুবিধার কথা জানায়নি। বোর্ডের এক কর্তা এ দিন সংবাদসংস্থাকে জানান, ‘‘আমরা টেস্ট আয়োজক সংস্থাগুলোর কাছে জানতে চেয়েছি তাদের টেস্ট আয়োজনে কোনও সমস্যা হচ্ছে কি না। কারণ, আমাদের এখন প্রতি দিনের কথা ভেবে কাজ করতে হচ্ছে। আগের মতো তিন-চার মাসের কাজ একসঙ্গে সারতে পারছি না।’’

সৌরাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব, মুম্বই, ও তামিলনাড়ু ক্রিকেট সংস্থা এই টেস্ট সিরিজের ম্যাচ আয়োজন করছে। এক সংস্থার কর্তা বলছেন, ‘‘সাধারণ অবস্থায় কোনও টেস্ট আয়োজক সংস্থাকে বোর্ড ম্যাচের জন্য আগাম বা সঙ্গে সঙ্গেই টাকা দেয় না। কয়েক মাস পরে টাকাটা দেওয়া হয়। এ বারও নিশ্চয়ই তাই হবে। অসুবিধা হবে বলে মনে হয় না।’’

এই আবহে এ দিন দুপুর তিনটে নাগাদ মুম্বই পৌঁছল ইংল্যান্ড দল। দু’দিন বিশ্রাম নিয়ে শনিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে প্র্যাকটিসে নামবে তারা। তার পর প্রথম টেস্টের জন্য রাজকোট রওনা হবেন।

অন্য বিষয়গুলি:

India-England test series Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE