টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ের পরে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা জানিয়েছিলেন, নীরজ চোপড়াকে গাড়ি উপহার দেবেন। সেই প্রতিশ্রুতি রাখলেন মাহিন্দ্রা। একটি ‘মাহিন্দ্রা এক্সইউভি ৭০০’ মডেলের গাড়ি উপহার দিয়েছেন তিনি।
রবিবার টুইট করে সে কথা জানিয়েছেন নীরজ। তিনি বলেন, ‘নতুন গাড়ি উপহার দেওয়ার জন্য আনন্দ মাহিন্দ্রাকে ধন্যবাদ। এই গাড়ি চালানোর জন্য মুখিয়ে রয়েছি।’
আরও পড়ুন:
Thank you @anandmahindra ji for the new set of wheels with some very special customisation! I'm looking forward to taking the car out for a spin very soon.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) October 30, 2021pic.twitter.com/doNwgOPogp
শুধু নীরজ নন, প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতার জন্য সুমিত আন্টিলকেও একই মডেলের গাড়ি উপহার দিয়েছেন মাহিন্দ্রা। সুমিতও টুইট করে ধন্যবাদ জানিয়েছেন মাহিন্দ্রাকে।
এ বারের অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছেন নীরজ। অভিনব বিন্দ্রার পরে ব্যক্তিগত ইভেন্টে এটি ভারতের দ্বিতীয় সোনা জয়। তার পরেই তাঁকে নিজের সংস্থার গাড়ি উপহার দেবেন বলেছিলেন মাহিন্দ্রা। সেই গাড়ি পৌঁছে গেল নীরজের কাছে।