ধোনির সঙ্গে ঋষভ। ফাইল ছবি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে স্কোয়াডে এলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডেও ফিরলেন তিনি। সেই দলে থাকলেও ভারতের একদিনের স্কোয়াড থেকে বাদ পড়লেন ঋষভ পন্থ। ইংল্যান্ডে কয়েক মাস পরের বিশ্বকাপের কথা ভাবলে যা বেশ ইঙ্গিতবহ।
অস্ট্রেলিয়ায় ১২ জানুয়ারি শুরু হচ্ছে একদিনের সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ জানুয়ারি। তৃতীয় তথা শেষ ওয়ানডে ১৮ জানুয়ারি। নিউজিল্যান্ডে ভারতের একদিনের সিরিজ শুরু হচ্ছে ২৩ জানুয়ারি। পাঁচ ম্যাচের সিরিজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি। যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত মাসে ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কুড়ি ওভারের দলে জায়গা হয়নি তাঁর। সেই কারণেই নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি দলে ধোনির ফেরা তাত্পর্যের। বোর্ড সূত্রে বলা হয়েছে, বিশ্বকাপের কথা মাথায় রেখে যত বেশি সম্ভব ম্যাচে ধোনিকে খেলানোর কথা ভাবা হচ্ছে। পরের এক মাসে তাই মোট এগারো আন্তর্জাতিক ম্যাচে খেলবেন ৩৭ বছর বয়সী এমএসডি।
আরও পড়ুন: এটাই তো মজা, বিরাট-পেন ঝামেলা নিয়ে বললেন জাস্টিন ল্যাঙ্গার
আরও পড়ুন: বিরাট অসাধারণ ক্যাপ্টেন, বললেন মিচেল স্টার্ক
২১ বছর বয়সী নবীন উইকেটকিপার ঋষভকে যদিও বাদ দেওয়া হয়েছে একদিনের দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে ভারতের যে দল খেলেছিল, সেই দলই মূলত রাখা হয়েছে চোট সারিয়ে দলে ফিরেছেন কেদার যাদব ও হার্দিক পান্ড্য।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য নির্বাচিত ভারতের একদিনের দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধওয়ন, অম্বাতি রায়াডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেট-কিপার),হার্দিক পান্ড্য, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চহাল, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ, মহম্মদ শামি।
নিউজিল্যান্ড সফরের জন্য নির্বাচিত ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধওয়ন, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেট-কিপার), হার্দিক পান্ড্য, ক্রনাল পান্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, খলিল আহমেদ।
India’s squad for T20I series against New Zealand: Virat(Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Rishabh Pant, Dinesh Karthik, Kedar Jadhav, MS Dhoni (WK), Hardik Pandya, Krunal Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed
— BCCI (@BCCI) December 24, 2018
India’s squad for ODI series against Australia and New Zealand: Virat (Capt), Rohit (vc), KL Rahul, Shikhar, Rayudu, DK, Kedar Jadhav, MS Dhoni (WK), Hardik Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed, Mohammed Shami
— BCCI (@BCCI) December 24, 2018
JUST IN: He's back! MS Dhoni named in India's ODI squad to face Australia: https://t.co/HKaqMmx68N pic.twitter.com/F9sYWJm5Gw
— cricket.com.au (@cricketcomau) December 24, 2018
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy