অনুশীলনে নেমেই মারমুখী মেজাজে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি - টুইটার
এ যেন নিজের কৃতকর্মের ফল। বন-বাদাড়ে ঢুকতে হল মহেন্দ্র সিংহ ধোনিকে। চেন্নাই সুপার কিংসের অনুশীলনে এমন ছক্কা হাঁকিয়েছেন তিনি যে, বল হারিয়ে যায়। ধোনি নিজেই সেই বল খোঁজার কাজে লেগে পড়েন।
ধোনির অনুশীলন এবং বল খুঁজতে যাওয়ার সেই ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। সেই ভিডিয়োতে প্রথমে ধোনির পাঁচটি শট দেখা যাচ্ছে। প্রত্যেকটি শটই মাঠের বাইরে গিয়ে পড়েছে।
ভিডিয়োর পরের অংশে দেখা যাচ্ছে ধোনি মাঠের বেড়া টপকে সাইট স্ক্রিনের পিছনের ঝোপে ঢুকে পড়েছেন। তাঁর শটে হারিয়ে যাওয়া বলগুলি তন্ন তন্ন করে খুঁজেছেন। সঙ্গে কয়েক জন সতীর্থও ছিলেন। তাঁর কয়েকটি বল খুঁজে বার করেন।
Dhoni's Sixes 🤝🏻 Our love for Thala
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 24, 2021
Out of bounds#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/PA8smfxuw5
সিএসকে এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘ধোনিস সিক্সেস। আওয়ার লাভ ফর থালা। আউট অফ বাউন্ডস।’ এই ভিডিয়ো মুহূর্তের মধ্য ভাইরাল হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy