Advertisement
১৯ নভেম্বর ২০২৪
KKR

কলকাতার কোটি টাকার নাইট কারা জানেন?

আইপিএল শুরুর প্রথম তিন বছর লিগ স্টেজ থেকে উতরাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দল থেকে সরিয়ে ২০১১তে ফের নতুন করে কলকাতা টিম তৈরি হয়। অধিনায়কের জায়গা বসানো হয় গৌতম গম্ভীরকে। সে সময় উল্লেখযোগ্য ভাবে অধিনায়ক-সহ বেশ কিছু ক্রিকেটারকে রেকর্ড দামে কেনা হয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৩১
Share: Save:
০১ ০৫
ব্রেন্ডন ম্যাকালাম- প্রথম আইপিএলেই ইতিহাস করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকালাম। রয়্যাল চ্যালেঞ্জারের বিরুদ্ধে ১৫৮ রান করে আইপিএলে রেকর্ড করেছিলেন। যদিও তৃতীয় আইপিএল-এ চুক্তি শেষ হয়ে যাওয়ায় তাঁকে ছেড়ে দেয় কলকাতা। ফের ২০১২ তে নিলামে ৪.৭ কোটি টাকার রেকর্ড দামে ম্যাকালামকে কেনে কলকাতা।

ব্রেন্ডন ম্যাকালাম- প্রথম আইপিএলেই ইতিহাস করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকালাম। রয়্যাল চ্যালেঞ্জারের বিরুদ্ধে ১৫৮ রান করে আইপিএলে রেকর্ড করেছিলেন। যদিও তৃতীয় আইপিএল-এ চুক্তি শেষ হয়ে যাওয়ায় তাঁকে ছেড়ে দেয় কলকাতা। ফের ২০১২ তে নিলামে ৪.৭ কোটি টাকার রেকর্ড দামে ম্যাকালামকে কেনে কলকাতা।

০২ ০৫
রবিন উথাপ্পা- আইপিএলের গোড়ার দিকে মারকুটে প্লেয়ার হিসাবে রবিন উথাপ্পার নাম ছিল উপরের দিকে। রয়্যাল চ্যালেঞ্জারের হয়ে দুর্দান্ত কিছু ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন। ২০১৪ সালে উইকেটকিপার এবং ব্যাটসম্যান হিসাবে  রবিন উথাপ্পাকে কেনে কলকাতা। নিলামে ৫ কোটি টাকা দাম ওঠে উথাপ্পার।

রবিন উথাপ্পা- আইপিএলের গোড়ার দিকে মারকুটে প্লেয়ার হিসাবে রবিন উথাপ্পার নাম ছিল উপরের দিকে। রয়্যাল চ্যালেঞ্জারের হয়ে দুর্দান্ত কিছু ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন। ২০১৪ সালে উইকেটকিপার এবং ব্যাটসম্যান হিসাবে রবিন উথাপ্পাকে কেনে কলকাতা। নিলামে ৫ কোটি টাকা দাম ওঠে উথাপ্পার।

০৩ ০৫
জাক কালিস- কলকাতা নাইট রাইডার্সের ‘ওয়াল’ ছিলেন জাক কালিস। ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জারের হয়ে খেলেন। ২০১১ তে ৫.৫ কোটি টাকা দিয়ে কালিসকে কিনে নেয় কলকাতা। ব্যাটে-বলে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সকে দু-দুইবার আইপিএল খেতাব এনে দিয়েছে।

জাক কালিস- কলকাতা নাইট রাইডার্সের ‘ওয়াল’ ছিলেন জাক কালিস। ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জারের হয়ে খেলেন। ২০১১ তে ৫.৫ কোটি টাকা দিয়ে কালিসকে কিনে নেয় কলকাতা। ব্যাটে-বলে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সকে দু-দুইবার আইপিএল খেতাব এনে দিয়েছে।

০৪ ০৫
ইউসুফ পাঠান- রাজস্থান রয়্যালসের হয়ে ধূল ঝড় উড়িয়েছিলেন ইউসুফ পাঠান। স্লগ ওভারে নেমে বোলারদের হার্টবিট বাড়িয়ে তুলত ইউসুফের ব্যাট। প্রথম আইপিএলে স্ট্রাইক রেট ছিল ১৭৯.০১। ২০১০ সালে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্‍ড তাঁর দখলে। <br>রাজস্থান ইউসুফকে ছেড়ে দিলে রেকর্ড দামে (৯.৭কোটি) কেনে কলকাতা। যদিও পরবর্তী আইপিএলগুলিতে সেরকম আর ঝড় দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। কলকাতার হয়ে ধারাবাহিক খেলে চলেছেন ইউসুফ পাঠান।

ইউসুফ পাঠান- রাজস্থান রয়্যালসের হয়ে ধূল ঝড় উড়িয়েছিলেন ইউসুফ পাঠান। স্লগ ওভারে নেমে বোলারদের হার্টবিট বাড়িয়ে তুলত ইউসুফের ব্যাট। প্রথম আইপিএলে স্ট্রাইক রেট ছিল ১৭৯.০১। ২০১০ সালে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্‍ড তাঁর দখলে। <br>রাজস্থান ইউসুফকে ছেড়ে দিলে রেকর্ড দামে (৯.৭কোটি) কেনে কলকাতা। যদিও পরবর্তী আইপিএলগুলিতে সেরকম আর ঝড় দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। কলকাতার হয়ে ধারাবাহিক খেলে চলেছেন ইউসুফ পাঠান।

০৫ ০৫
গৌতম গম্ভীর- একসময়ে দিল্লির হয়ে খেলেছেন আইপিএল। কিন্তু ২০১১ থেকে কলকাতা দলের অধিনায়কত্বের দায়িত্ব পান। এই মুহূর্তে আইপিএলে সফল অধিনায়কে মধ্যে একজন গৌতম গম্ভীর। তাঁর ঝুলতি রয়েছে দুটি আইপিএল ট্রফি।<br> আর এই বাঁহাতি ব্যাটসম্যানকে ২০১১ সালে সবচেয়ে বেশি দাম (১১.৪ কোটি টাকা) দিয়ে কেনে শাহরুখের টিম। ২০১১ থেকে ২০১৬ অবধি কলকাতার হয়ে অধিনায়কত্ব করেছেন গম্ভীর।

গৌতম গম্ভীর- একসময়ে দিল্লির হয়ে খেলেছেন আইপিএল। কিন্তু ২০১১ থেকে কলকাতা দলের অধিনায়কত্বের দায়িত্ব পান। এই মুহূর্তে আইপিএলে সফল অধিনায়কে মধ্যে একজন গৌতম গম্ভীর। তাঁর ঝুলতি রয়েছে দুটি আইপিএল ট্রফি।<br> আর এই বাঁহাতি ব্যাটসম্যানকে ২০১১ সালে সবচেয়ে বেশি দাম (১১.৪ কোটি টাকা) দিয়ে কেনে শাহরুখের টিম। ২০১১ থেকে ২০১৬ অবধি কলকাতার হয়ে অধিনায়কত্ব করেছেন গম্ভীর।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy