অনুশীলনে মোহনবাগান দল। ছবি: মোহনবাগানের ফেসবুক সৌজন্যে।
তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা। কলকাতা লিগে পর পর পাঁচ ম্যাচ জিতে লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। রবিবারের সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে টালিগঞ্জ অগ্রগামীকে ২-০ গোলে হারিয়ে দিল বাগান ব্রিগেড। ধারে ও ভারে মোহনবাগানের থেকে কয়েক গুন পিছিয়ে থাকলেও এ দিন ম্যাচে যেন সমানে সমানে টক্কর দিতেই মাঠে নেমেছিল টালিগঞ্জ।
আরও পড়ুন: ক্রীড়ামন্ত্রক এ বার ক্রীড়াবিদের হাতে
আরও পড়ুন: লোভ আর নেশায় শেষ হয়ে গিয়েছেন এই তারকা ফুটবলাররা
অ্যান্টনি উলফ, ফুলচাঁদ হেমব্রমরা এ দিন গোটা ম্যাচে তরুণ মোহনবাগানকে বার বার সমস্যায় ফেলে। ১৬ মিনিটে শিলটন ডি’সিলভার পাস থেকে ক্রোমার গোল এবং ৮০ মিনিটে অরিজিতের পাস থেকে নিখিল কদমের গোল ছাড়া সেই ভাবে ম্যাচে বিশেষ কিছু সুবিধা করতে পারেনি বাগান। উল্টোদিকে সীমিত শক্তি নিয়ে মোহনবাগানের ফাঁক ফোকর গুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল টালিগঞ্জ। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এ দিন গোল পেতেই পারত টালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফুলচাঁদের একটি শট ক্রসপিসে লেগে ফেরে। এ দিনের ম্যাচে টালিগঞ্জের ভাল খেলার অন্যতম কারণ ছিল নতুন কোচ সুভাষ ভৌমিক। মোহানবাগানকে হারাতে না পারলেও, অগ্রগামীর দায়িত্ব নিয়েই ময়দানের ভোম্বল দা বুঝিয়ে দিলেন দলটাকে সাজাতে শুরু করে দিয়েছেন তিনি। আর কয়েক দিন পেলে, এই দল নিয়েই যে মোহনবাগানকে কাঁদাতে পারতেন ভৌমিক তার ছাপ রেখে গেলেন এ দিনের ম্যাচে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy