কলকাতা প্রিমিয়ার লিগ
মহমেডান ৫ টালিগঞ্জ অগ্রগামী ১
মহমেডান আর বদলাল না। তাদের খেলায় কোনও ধারাবাহিকতা থাকে না সেটা আরও একবার প্রমাণিত।
পাঠচক্রের বিরুদ্ধে কলকাতা প্রিমিয়ার লিগে গত রবিবার প্রথম ম্যাচে বিশ্রী হারের পর বৃহস্পতিবার বিশ্বজিৎ ভট্টাচার্যের দল কার্যত বিধ্বস্ত করল টালিগঞ্জ অগ্রগামীকে। বারাসতে বিরতিতে ১-০ এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ফল দাঁড়াল ৫-১ এ। আরও চমকপ্রদ ব্যাপার হল, টিমের এক নম্বর তারকা দিপান্দা ডিকারও টিমের মতো একই রকম হাল। প্রথম ম্যাচে জোড়া গোলের নায়কের এ দিন কোনও গোল নেই। আই লিগের সর্বোচ্চ গোলদাতা দিপান্দার অভাব অবশ্য পূরণ করেন স্বদেশীয় জিতেন মুর্মু, জোড়া গোল করে।
মহমেডানের হয়ে পাঁচটি গোল করেন শেখ ফৈয়াজ, জিতেন মুর্মু (২), দীপেন্দু দুয়ারি ও দেবাশিস প্রধান। টালিগঞ্জের গোলটি বিজয় মাণ্ডির।
আরও পড়ুন: লক্ষ্য সেনের নয়া লক্ষ্যভেদ
মহমেডান কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য এ দিন টিমে বেশ কিছু পরিবর্তন করেন। নতুন আসা কালু ওগবাকে মাঝমাঠে খেলানো ছাড়াও সাইড ব্যাকে পজিশনে পরিবর্তন করেন তিনি। তবে পাঁচ গোলে জিতেও খুশি নন সাদা-কালো কোচ। বলে দিলেন, ‘‘টিমের খেলায় আমি খুশি নই। দিপান্দা খেলতে পারেনি। প্রচুর গোল মিস করেছে। কালুও ভাল ফর্মে নেই। আরও ভাল খেলতে পারে আমার টিম।’’ টিমের পাশাপাশি রেফারিদের ব্যাপার নিয়েও ক্ষোভ জানান বিশ্বজিৎ। বলে দেন, ‘‘আগের দিনও একটা পেনাল্টি দেননি রেফারি। আজও অনেক উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy