হোসে হাভিয়া। ফাইল ছবি
কোচ ছাঁটাই করল মহমেডান। সরিয়ে দেওয়া হল দলের প্রধান কোচ হোসে হেভিয়াকে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। চলতি মরসুমের বাকি সময়টায় দলের দায়িত্ব সামলাবেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকা শঙ্করলাল চক্রবর্তী।
স্প্যানিশ কোচ হেভিয়ার প্রশিক্ষণে একেবারেই ভাল খেলতে পারেনি মহমেডান। দ্বিতীয় ডিভিশন থেকে আই লিগের মূলপর্বে মহমেডান উঠলেও হেভিয়ার প্রশিক্ষণে তাদের হারতে হয়েছে আইজল এফসি এবং ইন্ডিয়ান অ্যারোজের কাছে। এর মধ্যে আইজল এফসি-র কাছে হার মহমেডান কর্তাদের বেশি কষ্ট দিয়েছে। কারণ যাঁর জায়গায় হেভিয়াকে কোচ করে আনা হয়েছিল, সেই ইয়ান ল তখন আইজলের দায়িত্বে। সদ্য বিদায়ী কোচের দলের কাছে হারটা হজম হয়নি কর্তাদের। এরপর হারতে হয় ইন্ডিয়ান অ্যারোজের কাছে, যারা মোটামুটি সব দলের কাছেই হারছে।
সিনিয়র ফুটবলারদের পছন্দ করেন না, এরকমও শোনা গিয়েছে হেভিয়ার সম্পর্কে। আগেই তাঁকে ছেড়ে দিতে চেয়েছিল ক্লাব। মায়ের অসুস্থতার জন্য হেভিয়া নিজেও চলে যেতে চেয়েছিলেন। কিন্তু তখন কোভিড হওয়ায় তিনি ফিরতে পারেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy