Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mohammed Shami

মেয়ে আমার থেকে অনেক ভাল নাচে, ভিডিয়ো পোস্ট করে লিখলেন শামি

ইনস্টাগ্রামে মেয়ের একটি ভিডিয়ো পোস্ট করেছেন শামি। যাতে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচছে। কোনও এক শপিং মলের মধ্যেই এটা ঘটছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।

শামির মেয়ের নাচ। এই ভিডিয়োই পোস্ট করেছেন শামি। ছবি টুইটার থেকে নেওয়া।

শামির মেয়ের নাচ। এই ভিডিয়োই পোস্ট করেছেন শামি। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ১৩:২২
Share: Save:

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে রিভার্স সুইংয়ের জাদুতে পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। পুণেয় সিরিজের দ্বিতীয় টেস্টেও ভাল বল করছেন। কিন্তু ক্রিকেটারের বাইরেও তাঁর আলাদা পরিচয় রয়েছে। তিনি একজন বাবা। মেয়ের নাচের ভিডিয়ো পোস্টের মাধ্যমে সেই পরিচয়ই যেন ফুটে উঠল নতুন করে।

ইনস্টাগ্রামে মেয়ের একটি ভিডিয়ো পোস্ট করেছেন শামি। যাতে দেখা যাচ্ছে, তাঁর মেয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচছে। কোনও এক শপিং মলের মধ্যেই এটা ঘটছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। এই ভিডিয়ো পোস্ট করে শামি লিখেছেন, ‘আমার পুতুল। বাবার চেয়ে অনেক ভাল নাচতে পারে।’

শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের বিবাহ-বিচ্ছেদের মামলা অবশ্য এখনও চলছে। ভারতীয় পেসারের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। তা আপাতত ঠেকানো গিয়েছে যদিও। তাঁর স্ত্রী বিবাহের বাইরে একাধিক সম্পর্কে জড়ানো, অত্যাচারের অভিযোগ করেছিলেন। শামি অবশ্য সব অভিযোগকে অসত্য বলে দাবি করেছেন প্রথম থেকেই।

আরও পড়ুন: গ্রেটদের এই রেকর্ডগুলো থেকে ঠিক কতটা দূরে কিং কোহালি​

আরও পড়ুন: উমেশের তিন উইকেট, ঋদ্ধির অসাধারণ ক্যাচ, পুণেয় ধুঁকছে দক্ষিণ আফ্রিকা​

My doll. Has much better dances skills than her father.💃#dance #futurestar #india.

A post shared by Mohammad Shami (@mdshami.11) on

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Mohammed Shami Hasin Jahan Social Media Daughter India Cricket Dance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy