মিতালি রাজ ফাইল চিত্র
আরও একবার একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে চলে এলেন মিতালি রাজ। ২০০৫ সালে প্রথম বার এক নম্বরে এসেছিলেন। এরপর এই নিয়ে আট বার শীর্ষ স্থানে এলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যচের একদিনের সিরিজে ২০৬ রান করেছেন মিতালি। তার ফলে আইসিসি-র মহিলাদের একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় চার ধাপ উঠে শীর্ষে চলে এলেন তিনি। ২০১৮ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম শীর্ষে এলেন তিনি।
২০০৫ সালে প্রথম বার শীর্ষে আসা এবং ২০২১ সালেও শীর্ষে আসা, অর্থাৎ এই ১৬ বছরের হিসেব ধরলে মিতালির এই কীর্তি রেকর্ড। এর আগে ইংল্যান্ডের জানেট ব্রিটিন ১৯৮৪ সালে প্রথম বার শীর্ষে আসার পর ১৯৯৫ সালেও শীর্ষে এসেছিলেন। তাঁর ক্ষেত্রে এই ব্যবধানটা ছিল ১১ বছরের।
বোলারদের তালিকায় ভারতীয়দের মধ্যে দীপ্তি শর্মা এক ধাপ উঠে ১২ নম্বরে এসেছেন। শেষ একদিনের ম্যাচে তিনি ৪৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন। ঝুলন গোস্বামী চার ধাপ উঠে ৫৩ নম্বরে এসেছেন।
💥 @M_Raj03 is the new No.1 💥
— ICC (@ICC) July 6, 2021
In the latest @MRFWorldwide ICC Women's ODI Player Rankings for batting, the India skipper climbs to the 🔝 of the table.
Full list: https://t.co/KjDYT8qgqn pic.twitter.com/2HIEC49U5i
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy