মিচেল স্টার্ক। ছবি—এএফপি।
স্ত্রী অ্যালিসা হিলির খেলা দেখার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া উড়ে এসেছিলেন অজি তারকা মিচেল স্টার্ক। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচেও নামেননি স্টার্ক।
মেলবোর্নের মাঠে স্বামী স্টার্ককে হতাশ করেননি হিলি। টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাত্র ৩৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেন অ্যালিসা হিলি। তিনি ও বেথ মুনির ব্যাটিং ঝড়ে ভারত হারিয়ে যায় ম্যাচ থেকে।
হিলির ঝড়-তোলার মাঠে পাঁচ বছর আগে বল হাতে আগুন ধরিয়েছিলেন স্টার্ক। ২০১৫ বিশ্বকাপের একপেশে ফাইনালে স্টার্ক শুরুতেই আঘাত হেনেছিলেন নিউজিল্যান্ড শিবিরে। অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে বোল্ড করেন অজি পেসার। পরে রঞ্চির উইকেটও নেন স্টার্ক।
আরও পড়ুন: হরমনপ্রীতের হতাশ মুখে যেন সৌরভের সেই দিনের ছায়া
সে বারের ফাইনালে নিউজিল্যান্ড পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেনি। ৪৫ ওভারে ১৮৩ রানে অল আউট হয়ে গিয়েছিল কিউয়িরা। স্টার্ক ৮ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন দু’টি উইকেট। খুব সহজেই ফাইনাল জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।
পাঁচ বছর পরে সেই একই মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হিলি ও বেথ মুনির বিধ্বংসী ব্যাটিং পার্থক্য গড়ে দিল।
Mitchell Starc skipped the third ODI & travelled from South Africa T0 Australia TO watch his Wife alyssa healy play ❤️
— ...🌸 (@SaNaaaaa_____) March 8, 2020
AND ALYSSA HEALY
DIDN'T DISAPPOINT HER HUSBAND😍 pic.twitter.com/cclMSwcClK
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy