সোনা জিতলেন চানু
কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করে ফেললেন মীরাবাই চানু। শুক্রবার সিঙ্গাপুরে ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে তিনি সোনা জেতেন। একই সঙ্গে কমনওয়েলথ গেমসেরও যোগ্যতা অর্জন করে নেন।
প্রথম বার ৫৫ কেজি বিভাগে নেমেছিলেন চানু। মোট ১৯১ কেজি ওজন তোলেন তিনি। এর মধ্যে স্ন্যাচে ৮৬ কেজি এবং ক্লিন ও জার্কে ১০৫ কেজি। দ্বিতীয় স্থানাধিকারী অস্ট্রেলিয়ার জেসিকা সেওয়াস্তেঙ্কো ২৪ কেজি ওজন কম তুলেছেন।
ডিসেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিয়েছিলেন চানু। টোকিয়ো অলিম্পিক্সে রুপো জেতার পর এটাই ছিল তাঁর প্রথম প্রতিযোগিতামূলক ইভেন্টে নামা। সেখানেই দুর্দান্ত পারফর্ম করলেন চানু।
উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে ৪৯ কেজিতে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন চানু। এ বার ৫৫ কেজিতেও করে ফেললেন। মনে করা হচ্ছে, ভারতের পদক সংখ্যা বাড়াতে তিনি ৫৫ কেজি বিভাগেও অংশ গ্রহণ করে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy