মরাঠা ‘বীর’কে নিয়ে তৈরি ছবি দেখতে গিয়ে মুহুর্মুহু মরাঠা স্লোগান, সেও মানা যায়। এক দর্শক ঘোড়ায় চড়ে হল-এ ঢুকে পড়লেন, তাও নাহয় হল। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ। সেখানে মোগল ইতিহাসগন্ধী এক প্রাচীন দুর্গের আশপাশে গুপ্তধনের খোঁজে স্থানীয় মানুষের খোঁড়াখুঁড়ি চলল রাতভর, গাঁইতি-শাবল মায় মেটাল ডিটেক্টর নিয়ে। পুলিশ আসতে সব চম্পট। সিনেমার প্রতাপ? ইতিহাস-অজ্ঞতা? যুগের হুজুগ? কী বলা যায় একে? না কি অমৃতকালের এ-ই দস্তুর?
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)