ভারতের হারের পর টুইট করেন হতাশ মনোজ। ফাইল চিত্র।
নয়াদিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের পরাজয়ের পর শুরু হয়েছে ময়নাতদন্ত। উঠে আসছে নানা বিষয়। ফিল্ডিংয়ে ব্যর্থতা, ডিআরএস নেওয়ায় ভুল করা। অধিনায়ক রোহিত শর্মা আবার কাঠগড়ায় তুলেছেন অনভিজ্ঞতাকে। আর এই প্রসঙ্গেই মুখ খুলেছেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি।
সিরিজে ০-১ পিছিয়ে পড়ার পর রোহিত শর্মা বলেছেন, এই ভারতীয় দলে অনভিজ্ঞতা প্রকট। আর সেটা মাঠে ধরাও পড়েছে। আর এটাই মানতে পারছেন না মনোজ। তিনি টুইট করে সাফ বলেছেন যে, অভিজ্ঞতা মোটেই বাজারে কিনতে পাওয়া যায় না। ক্রিকেট মহলের একাংশ মনে করছে, এই মন্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নির্বাচকদের খোঁচা দিলেন তিনি। বোঝাতে চাইলেন, তারুণ্যের পিছনে ছুটতে গিয়ে অভিজ্ঞতাকে হেলাফেলা করা ঠিক হচ্ছে না।
টস হেরে প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৪৮ তুলেছিল ভারত। জবাবে তিন বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ। ৬০ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন মুশফিকুর রহিম।
আরও পড়ুন: দু’ বার আউট ছিলেন মুশফিকুর, ডিআরএস আর পন্থের ভুলেই কি হারতে হল ভারতকে?
আরও পড়ুন: নায়ক মুশফিকুর, টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশ
এর পরই টুইটে মনোজ লেখেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে এই ফলাফল জোর ধাক্কা। ক্রিকেটে এমন অবশ্য হতেই পারে। কিন্তু উন্নতি করার মতো অজস্র জায়গা রয়ে গিয়েছে। রবিবারের ম্যাচ চোখ খুলে দিল এমন লোকদের, যাঁরা মনে করেন অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায়।’
Shocking result for us tonight against d bangladesh team. It does happen in d game but there r so many areas to look into nd improve on. Today’s game was an eye opener 4 d people who all thinks experiences can be bought in the market 👍 #INDvBAN
— MANOJ TIWARY (@tiwarymanoj) November 3, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy