শাখতার ডনেস্ক ২ : ম্যাঞ্চেস্টার সিটি ১
চ্যাম্পিয়ন্স লিগে অঘটন। শাখতার ডনেস্কের ধাক্কায় ২২৭ দিন পরে অপরাজিত তকমা খোয়াল ম্যাঞ্চেস্টার সিটি। চমকের এখানেই শেষ নয়। শেষ ষোলোয় পৌঁছনোর আনন্দে কাল্পনিক চরিত্র ‘জোরো’ সেজে সাংবাদিক বৈঠকে এলেন শাখতার ম্যানেজার পাওলো ফনসেকা!
ম্যান সিটি-র বিরুদ্ধে ম্যাচের ২৬ মিনিটে গোল করে শাখতারকে এগিয়ে দেন বার্নার্ড কালদেরিয়া। ছ’মিনিটের মধ্যেই ফের ধাক্কা। এ বার গোল করে ব্যবধান বাড়ান ইসমাইলি ডস স্যান্টোস। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ম্যান সিটি-র হয়ে একমাত্র গোলটি করেন সের্জিও আগুয়েরো। ম্যান সিটি-র হারে বিস্মিত ফুটবলবিশ্ব। ব্যতিক্রম পেপ গুয়ার্দিওলা। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, ফুটবলারদের তিনি বলেছেন, ‘‘একটা হার অত্যন্ত জরুরি ছিল!’’ কেন হার দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন পেপ। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘টানা জিততে থাকা দল মনঃসংযোগ করতে ভুলে যায়। তাই ফুটবলার ও ক্লাবের জন্য হার গুরুত্বপূর্ণ।’’ সেই সঙ্গে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়ে রেখেছেন তিনি। তবে বুধবার রাতে আকর্ষণের কেন্দ্রে ছিলেন পাওলো। অভিনব পোশাক পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘আমার জীবনের স্মরণীয় সাংবাদিক বৈঠক এটা। এই সাফল্যে শুধুমাত্র শাখতার সমর্থকরা নন, ইউক্রেনের সকলেও গর্বিত হবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy