Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ওয়ানডেতে সামান্য রান পুঁজি করে জিতেছে যারা

লক্ষ মাত্রা অল্প। তবুও তাকে ছুঁতে গিয়ে কাল ঘাম এক করে পরাজয় মানতে হয়েছে, আজকাল একদিনের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। কিন্তু চলতি জিম্বাবোয়ে সফরের শেষ টি২০ সেই ধারণাকে কিছুটা বদলেছে। ২০ ওভারে ১৩৬ রানের টার্গেটও তুলতে পারেনি জিম্বাবোয়ে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ১৭:১৮
Share: Save:

লক্ষ মাত্রা অল্প। তবুও তাকে ছুঁতে গিয়ে কাল ঘাম এক করে পরাজয় মানতে হয়েছে, আজকাল একদিনের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। কিন্তু চলতি জিম্বাবোয়ে সফরের শেষ টি২০ সেই ধারণাকে কিছুটা বদলেছে। ২০ ওভারে ১৩৬ রানের টার্গেটও তুলতে পারেনি জিম্বাবোয়ে। আন্তর্জাতিক টি২০-তে এর আগে এত কম স্কোর ডিফেন্ড করেনি ভারত। এক দিনের ক্রিকেটে কিন্তু এরকম বেশ কিছু ঘটনা আছে, যেখানে অল্প স্কোর ডিফেন্ড করেছে প্রতিপক্ষ দল। তেমনই কয়েকটি ঘটনা থাকল সঙ্গের গ্যালারিতে। এক নজরে দেখে নিন, ওয়ানডেতে সামান্য রানের লক্ষ্যও ডিফেন্ড করে রেকর্ড করেছে কোন দেশ।

আরও খবর- ভারতীয় ক্রিকেটের চ্যাপেল যুগ আর বিতর্ক

অন্য বিষয়গুলি:

low score india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE