Advertisement
০৩ নভেম্বর ২০২৪
india

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয়ের আট প্রধান কারণ

ভারতের অভিজ্ঞতাই এগিয়ে রেখেছিল তাঁদের

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৪:০০
Share: Save:
০১ ০৯
স্কোরবোর্ডে ওয়েস্ট ইন্ডিজের নামের পাশে ৩২২ রান। তবুও হেলায় ক্যারিবিয়ানদের হারিয়ে দিয়েছিল ভারত। আজ কি একই দল নিয়ে খেলতে নামছে ভারত?

স্কোরবোর্ডে ওয়েস্ট ইন্ডিজের নামের পাশে ৩২২ রান। তবুও হেলায় ক্যারিবিয়ানদের হারিয়ে দিয়েছিল ভারত। আজ কি একই দল নিয়ে খেলতে নামছে ভারত?

০২ ০৯
ওয়েস্ট ইন্ডিজ এত বড় রান তুললেও অভিজ্ঞতায় পিছিয়ে ছিল ভারতের চেয়ে। এ ছাড়া ঘরের মাঠে খেলা। সব মিলিয়ে তাই প্রথম থেকে এগিয়ে ছিল ভারতই।

ওয়েস্ট ইন্ডিজ এত বড় রান তুললেও অভিজ্ঞতায় পিছিয়ে ছিল ভারতের চেয়ে। এ ছাড়া ঘরের মাঠে খেলা। সব মিলিয়ে তাই প্রথম থেকে এগিয়ে ছিল ভারতই।

০৩ ০৯
বিরাট কোহালি ও রোহিত শর্মা দু’জনেই করলেন শতরান। রোহিত অপরাজিত ১৫২ ও বিরাট ১৪০ রান করলেন। দু’জনের পার্টনারশিপে ২৪৬ রান একটা অন্যতম কারণ ভারতের জয়ের।

বিরাট কোহালি ও রোহিত শর্মা দু’জনেই করলেন শতরান। রোহিত অপরাজিত ১৫২ ও বিরাট ১৪০ রান করলেন। দু’জনের পার্টনারশিপে ২৪৬ রান একটা অন্যতম কারণ ভারতের জয়ের।

০৪ ০৯
ভারতের অন্যতম পেসার মহম্মদ সামি শুরুতে দারুন বল করেন গত ম্যাচে। ২ উইকেট পান তিনি। যাঁর মধ্যে হোপের উইকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সেট হয়ে যাওয়া হোপকে ৩২ রানে আউট করেন সামি। তিনি নামতে পারেন দশ নম্বরে।

ভারতের অন্যতম পেসার মহম্মদ সামি শুরুতে দারুন বল করেন গত ম্যাচে। ২ উইকেট পান তিনি। যাঁর মধ্যে হোপের উইকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সেট হয়ে যাওয়া হোপকে ৩২ রানে আউট করেন সামি। তিনি নামতে পারেন দশ নম্বরে।

০৫ ০৯
ক্যাপ্টেন কোহালি ও হিটম্যানের শতরানে বিধ্বস্ত হল ক্যারিবিয়ান শিবির। হিটম্যান একাই করলেন ১৫২ রান। ১১৭ বলে ১৫টি চার ও আটটি ছক্কার সুবাদে রোহিত শর্মা পেরোলেন দেড়শোর গণ্ডি। একদিনের ম্যাচে সবচেয়ে বেশি বার ১৫০ রানের গণ্ডি পেরোনের রেকর্ডও গড়লেন। ভারতের জয়ের অন্যতম স্তম্ভ তিনি।

ক্যাপ্টেন কোহালি ও হিটম্যানের শতরানে বিধ্বস্ত হল ক্যারিবিয়ান শিবির। হিটম্যান একাই করলেন ১৫২ রান। ১১৭ বলে ১৫টি চার ও আটটি ছক্কার সুবাদে রোহিত শর্মা পেরোলেন দেড়শোর গণ্ডি। একদিনের ম্যাচে সবচেয়ে বেশি বার ১৫০ রানের গণ্ডি পেরোনের রেকর্ডও গড়লেন। ভারতের জয়ের অন্যতম স্তম্ভ তিনি।

০৬ ০৯
ক্যাপ্টেন হিসাবে তো বটেই, কোহালি সফল ব্যাট হাতেও। ২১টি চার ও দু’টি ছয়ের সুবাদে তিনি করলেন ১৪০। ক্যারিবিয়ান বোলিংকে মাথা তুলে দাঁড়াতে দেননি বিরাট। ওশেন থোমাস (১-৮৩), অ্যাশলি নার্স (০-৬৩)-রা লাইন, লেংথে ভুল করলে কাউকেই রেয়াত করেননি। স্কোয়ার কাট, কভার ড্রাইভ, পুল— সব শটই মারছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে।

ক্যাপ্টেন হিসাবে তো বটেই, কোহালি সফল ব্যাট হাতেও। ২১টি চার ও দু’টি ছয়ের সুবাদে তিনি করলেন ১৪০। ক্যারিবিয়ান বোলিংকে মাথা তুলে দাঁড়াতে দেননি বিরাট। ওশেন থোমাস (১-৮৩), অ্যাশলি নার্স (০-৬৩)-রা লাইন, লেংথে ভুল করলে কাউকেই রেয়াত করেননি। স্কোয়ার কাট, কভার ড্রাইভ, পুল— সব শটই মারছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে।

০৭ ০৯
যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে মাত্র ৪১ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। জেসন হোল্ডার ও স্যামুয়েলসেকে প্যাভিলিয়নে পাঠান তিনিই। আট নম্বরে থাকার কথা তাঁর।

যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে মাত্র ৪১ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। জেসন হোল্ডার ও স্যামুয়েলসেকে প্যাভিলিয়নে পাঠান তিনিই। আট নম্বরে থাকার কথা তাঁর।

০৮ ০৯
কোহালি আউট হওয়ার পর রোহিতকে যোগ্য সঙ্গত দেন রায়ুডু। ২২ রানে নট আউট ছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। মারেন একটা বিশাল ছক্কাও।

কোহালি আউট হওয়ার পর রোহিতকে যোগ্য সঙ্গত দেন রায়ুডু। ২২ রানে নট আউট ছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। মারেন একটা বিশাল ছক্কাও।

০৯ ০৯
গত ম্যাচে দশ ওভারে ৬৬ রান দিয়ে ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিংকে চুরমার করছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমেয়ার। সেই হেটমেয়ারের উইকেটটি তুলে নেন জাদেজা। তিনি থাকবেন দলে, বিশেষজ্ঞরা তাই বলছেন।

গত ম্যাচে দশ ওভারে ৬৬ রান দিয়ে ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিংকে চুরমার করছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমেয়ার। সেই হেটমেয়ারের উইকেটটি তুলে নেন জাদেজা। তিনি থাকবেন দলে, বিশেষজ্ঞরা তাই বলছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE