মঙ্গলবার নেটে ফিরে পূজারার সঙ্গে লোকেশ রাহুল। ছবি: এএফপি।
ভাইরাল ফিভার থেকে উঠে নেটে ফিরলেন ওপেনার লোকেশ রাহুল। প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা প্রবল। যদিও অন্য দুই ওপেনার শিখর ধবন ও অভিনব মুকুন্দ ব্যাট হাতে সফল। সেই অবস্থায় লোকেশের ফেরা হবে কী না তা নিয়েও সংশয় রয়েছে। যদিও টিম ম্যানেজমেন্ট ও কোচ, অধিনায়ক নজর রাখছেন লোকেশের শারীরিক অবস্থার উপর। কোচ শাস্ত্রী বলেন, ‘‘রাহুল ভাল করছে। আমরা ওর দিকে নজর রাখছি। ও বেশ কিছুদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। ২-৩ দিন হাসপাতালেও থাকতে হয়েছিল। অবশ্যই ওর থেকে অনেক কিছু পাওয়ার আছে।’’
আরও খবর: বিরাটের ভারত সবার থেকে এগিয়ে: শাস্ত্রী
লোকেশ রাহুলকে কী ভাবে ব্যবহার করা হবে তা নিয়েও অনেক ভাবনা-চিন্তার মধ্যে রয়েছে টিম ম্যানেজমেন্ট। সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছেন, তাই খুব যত্নের সঙ্গে দেখা হচ্ছে লোকেশের বিষয়টি। এর মধ্যেই অবশ্য লোকেশের ফেরায় দলের বেঞ্চ স্ট্রেনথ নিয়ে স্বস্তিতে কোচ, অধিনায়ক। শাস্ত্রী বলেন, ‘‘বেঞ্চ যদি শক্তিশালী হয় তা হলে দলের জন্য খুব ভাল। দলে জায়গা পেতেও একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকা ভাল। এই স্বস্তিটা থাকে যদি কেউ চোট পায় তা হলে আমার হাতে পরিবর্ত তৈরি।’’
আরও খবর: রাহুলকে নিয়ে তাড়াহুড়ো নয়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy