Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
অলিম্পিক্স উদ্বোধনের একটি মুহূর্ত।

অলিম্পিক্স উদ্বোধনের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৩:০৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৩:০২ key status

উদ্বোধনী অনুষ্ঠান শেষ

জ্বালানো হল অলিম্পিক্সের আগুন। হট এয়ার বেলুন উঠে গেল আকাশে। আনুষ্ঠানিক ভাবে শুরু হল অলিম্পিক্স। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০২:০৪ key status

গাওয়া হল অলিম্পিক্সের সঙ্গীত

অলিম্পিক্সের গান গাওয়া হল আইফেল টাওয়ারের সামনে। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০১:৪৭ key status

মাঝনদীতে ফ্যাশন শো

চমকের বাকি রাখছে না ফ্রান্স। দেশগুলির প্যারেড শেষ। এ বার একের পর এক বিশেষ নৌকা এগিয়ে আসছে। কোনও টিতে চলছে ফ্যাশন শো, কোনও টিতে নাচগান।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০১:৩২ key status

অবশেষে এল আমেরিকা, ফ্রান্স

প্যারেডের শেষ তিন দেশ হিসাবে পর পর এল অস্ট্রেলিয়া (২০৩২ অলিম্পিক্সের আয়োজক), আমেরিকা (২০২৮ অলিম্পিক্সের আয়োজক) এবং ফ্রান্স (এ বারের আয়োজক)। ফ্রান্সের নৌকাটি বাকি সবার থেকে সেরা।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০১:০৫ key status

প্যারেডে একের পর এক দেশ

সলোমন আইল্যান্ড, সার্বিয়া, প্যালেস্তাইন, পাপুয়া নিউ গিনি-সহ একের পর এক দেশের নৌকা বয়ে যাচ্ছে স্যেন নদী দিয়ে। দেশগুলির প্যারেড প্রায় শেষের দিকে।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০০:৫০ key status

ভিজছে প্যারিস

পুরো অনুষ্ঠান জুড়েই বৃষ্টি। দর্শক, প্রতিযোগী, পারফর্মার সকলেই ভিজছেন। তার মধ্যেই চলছে অলিম্পিক্সের উদ্বোধন অনুষ্ঠান। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০০:৩২ key status

মূর্তি উন্মোচন

ফ্রান্সের ইতিহাসে ১০ জন সবচেয়ে বিখ্যাত মহিলার মূর্তি উন্মোচন করা হল। সঙ্গে বর্ণনা করা হল তাঁদের কৃতিত্বের।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০০:৩১ key status

গ্রাঁ প্যালাই থেকে ফ্রান্সের জাতীয় সঙ্গীত

ফ্রান্সের অন্যতম সেরা সংগ্রহশালা, প্রদর্শনী স্থল গ্রাঁ প্যালাই থেকে জাতীয় সঙ্গীত গাইলেন অ্যাক্সেল সাঁ-সিরেল।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০০:২৮ key status

নৌকায় এলেন ভারতীয়েরা

ভারতীয় ক্রীড়াবিদদের নৌকা এগিয়ে গেল স্যেন নদী ধরে। পতাকা ধরা ছিল সিন্ধু এবং শরথের হাতেই। বাকি খেলোয়াড়েরা হাতে ছোট ছোট জাতীয় পতাকা দোলালেন। প্যারিসের বৃষ্টির কারণে বেশির ভাগ খেলোয়াড়ই বর্ষাতি পরে ছিলেন।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০০:০৯ key status

রহস্যময় মশালবাহক কে?

কখনও ভিডিয়োয়, কখনও বাস্তবে দেখানো হচ্ছে মুখ ঢাকা এক মশালবাহককে। তাঁর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তিনি এখন ল্যুভর জাদুঘরে ঢুকে পড়েছেন।

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০০:০০ key status

আবার প্যারেড শুরু

কঙ্গো, কোমোরোস, কুক আইল্যান্ড দিয়ে শুরু হল প্যারেড।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২৩:৫৯ key status

পারফর্ম করলেন আয়া নাকামুরা

ফরাসি ভাষা জানা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় শিল্পী পারফর্ম করলেন। তাঁর সঙ্গে রিপাকলিকান গার্ডের বাদ্যযন্ত্রী এবং ফরাসি সেনার শিল্পীরা সঙ্গত করলেন। 

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২৩:৪৮ key status

নোটরডাম ক্যাথিড্রালের সামনে হল গান

নোটরডামের সামনে পারফর্ম করল মুল্যাঁ রুজ। ১৮২০-র দশকে সৃ্ষ্টি হওয়া একটি বিশেষ নাচ ফিরিয়ে আনল তারা।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২৩:৩৬ key status

চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্যারেডের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে স্যেন নদীর ধারে। একই সঙ্গে টিভিতে বা বড় পর্দায় যাঁরা দেখছেন, তাঁদের জন্য বিশেষ তথ্যচিত্র দেখানো হচ্ছে।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২৩:২৮ key status

আবার শুরু হল প্যারেড

ব্রাজিলের নৌকা দিয়ে শুরু হল প্যারেড। পেরিয়ে যাচ্ছে ব্রুনেই, বাংলাদেশ।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২৩:২৪ key status

গাইলেন লেডি গাগা

খেলোয়াড়দের নৌকা করে প্যারেডের মাঝেই হল গানের অনুষ্ঠান। লেডি গাগা গান গাইলেন।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২৩:১৩ key status

একটি লঞ্চে একাধিক দেশ

আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া, আলজেরিয়া, জার্মানি একটি বড় নৌকা করে একই সঙ্গে এল।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২৩:১০ key status

উদ্বোধনী অনুষ্ঠান শুরু

জল দিয়ে বিশেষ পর্দা তৈরি করা হল। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এল গ্রিস। পন্ট ডি’এলিনা ব্রিজের তলা দিয়ে বেরিয়ে এল তারা। তার পরে এল উদ্বাস্তুদের অলিম্পিক্স দল।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২২:৫৪ key status

উত্তেজনা বাড়ছে প্যারিসে

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অনেক ক্ষণ আগেই। শুরু হওয়া কয়েক মুহূর্তের অপেক্ষা।

timer শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ২২:৫০ key status

ভারতীয় ক্রীড়াবিদেরা তৈরি

মহিলারা পরেছেন সাদা রঙের শাড়ির সঙ্গে কমলা রঙের ব্লাউজ়। পুরুষেরা পরেছেন কুর্তা। উপরে রয়েছে সাদা রঙের জ্যাকেট। তাতে ভারতের জাতীয় পতাকার রং রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy