কেঁদে ফেলেন মেসি। ছবি: টুইটার থেকে
কোপা আমেরিকা জিতেছিলেন ব্রাজিলে। করোনার জন্য আর্জেন্টিনার সমর্থকদের সামনে সেই ট্রফি নিয়ে উদযাপন করা সম্ভব হয়নি। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ঘরের মাঠে সমর্থকদের সামনে ট্রফি হাতে মেসি। দেশকে ট্রফি এনে দিতে পেরে আনন্দে কেঁদে ফেলেন অধিনায়ক।
বার্সেলোনা ছাড়ার দিন কাঁদতে দেখা গিয়েছিল মেসিকে। সেই কান্না ছিল দুঃখের। ছেড়ে চলে যাওয়ার। এ বার কাঁদলেন আনন্দে। দেশকে ট্রফি এনে দেওয়ার আনন্দ। সেই আনন্দ ভাগ করে নিলেন সমর্থকদের সঙ্গে। ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। ভেঙে দেন পেলের রেকর্ড। লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে সব চেয়ে বেশি গোলের মালিক এখন তিনিই। তবে সব কিছুকে ছাপিয়ে গেল মেসির আবেগের কান্না।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। দেখা যাচ্ছে, কেঁদে চলেছেন অঝোর ধারায়। ফোঁপাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। এক সতীর্থ জড়িয়ে ধরছেন তাঁকে। ভেঙে পড়ছেন মেসি। ট্রফি হাতে দর্শকদের দিকে তাকিয়ে লাফাচ্ছেন, কিন্তু চোখের কোণে জল।
Video of the day. Leo Messi crying tears of joy after finally celebrating Copa America with Argentinian people. 🏆 #Messi
— Fabrizio Romano (@FabrizioRomano) September 10, 2021
…and yes, it’s even more beautiful than his great hattrick scored tonight, becoming best South American scorer in history.pic.twitter.com/28Hbl7LBEZ
Messi crying tears of joy after finally getting to play in front of the Argentine public.
— Soccer Streams HD (@soccerstreams21) September 10, 2021
You just can’t hate him ❤️#Messi #argentinabolivia pic.twitter.com/8janJKsdxk
ম্যাচ শেষে মেসি বলেন, “আমি এটার স্বপ্ন দেখেছিলাম। শেষ পর্যন্ত সত্যি হল। এত দিন অপেক্ষার পর সত্যি হল। এই উৎসব পালনের জন্য এর থেকে ভাল জায়গা হতেই পারে না। আমার মা, ভাই রয়েছে এখানে। অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ওদের। শেষ পর্যন্ত আনন্দ দিতে পেরেছি ওদের। আমি খুশি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy